কলকাতা, 28 এপ্রিল : মালদার ইংরেজবাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র কোভিড পজেটিভ । তাঁর শারীরিক অবস্থা সংকটজনক । আজ তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
আগামীকাল ইংরেজবাজারে নির্বাচন রয়েছে । প্রার্থীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে জরুরি ভিত্তিতে কলকাতায় নিয়ে এসে চিকিৎসা শুরু হয়েছে । বিজেপির সূত্রে খবর, সমস্ত কোভিড বিধি মেনেই প্রচার করছিলেন শ্রীরূপা মিত্র ।