পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রক্ত ঝড়া তৃতীয় দফাতেও শান্তিপূর্ণ ভোট দেখছে কমিশন - incidents of violence in third phase

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Apr 6, 2021, 10:42 PM IST

কলকাতা, 6 এপ্রিল : শেষ হল তৃতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলি তিন জেলার মোট 31 টি আসনে মানুষের রায় ইভিএমবন্দী হল ৷ বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়ল 77 শতাংশ ৷ দিনের শেষে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে জানাল, ভোট শান্তিপূর্ণ ৷

তবে বাস্তব ছবিটা ছিল অনেকটাই আলাদা ৷ গতরাতে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল ইভিএম, ভিভিপ্যাট ৷ দিনের শুরুটা হয়েছিল এভাবেই ৷ শুরু থেকেই দফায় দফায় উত্তেজনা ৷ একের পর এক উত্তেজনার খবর আসতে শুরু করে দক্ষিণ 24 পরগনা থেকে ৷

কোথাও বুথ জ্যামের অভিযোগ, কোথাও ভোটারদের ভোটদানে বাধা, আবার কোথাও কাঠগড়ায় উঠল কেন্দ্রীয় বাহিনী ৷ বেশ কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ৷ তাঁরা নাকি কোনও একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন ৷ কোথাও আবার শ্লীলতাহানির অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷

বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়ল 77 শতাংশ

দ্বিতীয় দফার মতো আজও রক্ত ঝড়ল ৷ মাথা ফাটল ৷ খুন হল ৷ বোমা পড়ল ৷ আক্রান্ত হলেন প্রার্থীরাও ৷ আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ৷ উলুবেড়িয়া দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারী ৷ দু'জনেই আক্রান্ত হলেন ৷ একজনের গালে তো সপাটে চড় বসে গেল ৷ আর এত সবকিছুর পরেও নির্বাচন কমিশন ঘটা করে সাংবাদিক বৈঠক করে জানাল, ভোট শান্তিপূর্ণ ৷

তাহলে কি এত কেন্দ্রীয় বাহিনী, এত কুইক রেসপন্স টিম.. সবই সার ? এরিয়া ডমিনেশনই বা কোথায় ?

সবে তিনটি দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে ৷ বাকি রয়েছে এখনও পাঁচ দফা ৷ পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আগামী দফাগুলিতে ভোটের আকাশ কি আরও হিংসা-উত্তেজনার সাক্ষী থাকতে চলেছে ? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details