কলকাতা, 6 এপ্রিল : শেষ হল তৃতীয় দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলি তিন জেলার মোট 31 টি আসনে মানুষের রায় ইভিএমবন্দী হল ৷ বিকেল 5 টা পর্যন্ত ভোট পড়ল 77 শতাংশ ৷ দিনের শেষে নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে জানাল, ভোট শান্তিপূর্ণ ৷
তবে বাস্তব ছবিটা ছিল অনেকটাই আলাদা ৷ গতরাতে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হল ইভিএম, ভিভিপ্যাট ৷ দিনের শুরুটা হয়েছিল এভাবেই ৷ শুরু থেকেই দফায় দফায় উত্তেজনা ৷ একের পর এক উত্তেজনার খবর আসতে শুরু করে দক্ষিণ 24 পরগনা থেকে ৷
কোথাও বুথ জ্যামের অভিযোগ, কোথাও ভোটারদের ভোটদানে বাধা, আবার কোথাও কাঠগড়ায় উঠল কেন্দ্রীয় বাহিনী ৷ বেশ কিছু এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ৷ তাঁরা নাকি কোনও একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন ৷ কোথাও আবার শ্লীলতাহানির অভিযোগ সরাসরি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷