পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃতীয় দফাতেই জমে গেল খেলা

হাওড়ার গ্রামীণ এলাকার যে সাতটি আসনে এদিন ভোট নেওয়া হল, তাতে অবশ্য ‘খবরের’ কোনও কমতি ছিল না ৷ তৃণমূল প্রার্থী নির্মল মাজিকে লক্ষ্য করে ইট, পাল্টা বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারীকে সপাটে চড়, সব ধরনের মশলাই এদিন মজুত ছিল ৷ উল্লেখযোগ্য বিষয় হল, এখানেও কিন্তু ‘খেলা’ একতরফা হয়নি ৷ তবে তৃতীয় দফায় একাই সব প্রচারের আলো শুষে নিয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ মণ্ডল ৷

By

Published : Apr 6, 2021, 10:35 PM IST

খেলা জমিয়ে দিল তৃতীয় দফার ভোট
খেলা জমিয়ে দিল তৃতীয় দফার ভোট

কলকাতা, 6 এপ্রিল : ‘নিরামিষ’ আর থাকল না তৃতীয় দফার ভোট ৷ প্রথম দু’দফার নির্বাচনে বলতে গেলে বিন্দুমাত্র অ্যাড্রিনালিন ক্ষরণ হয়নি ৷ দ্বিতীয় দফায় শুধুমাত্র শেষ বেলায় নন্দীগ্রামে কিছুটা ঢেউ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাও অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ প্রথম দু’দফার তুলনায় তৃতীয় দফায় ভোটেই কিন্তু ‘খেলা শুরু’ হল ৷ এর পিছনে কারণও অবশ্য রয়েছে ৷

লোকসভার নিরিখে প্রথম দুই দফায় ছিল গেরুয়া শিবিরের রমরমা ৷ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় দু’বছর আগে ব্যাপক ভাবে পদ্মচাষ হয়েছিল ৷ এই প্রথম তৃতীয় দফায় এসে তৃণমূলের গড়ে নির্বাচন হল ৷ দক্ষিণ 24 পরগনা ও হাওড়ার উলুবেড়িয়ায় লোকসভায় তৃণমূলের বিজয়রথ অব্যাহত ছিল ৷ হুগলির যা আটটা কেন্দ্রে ভোট হল, তার মধ্যে অবশ্য লোকসভায় বেশ কয়েকটি কেন্দ্রে দাপট দেখিয়েছিল বিজেপি ৷ তাই বলতে গেলে লোকসভার ফলে তৃণমূলের 2-1 এ এগিয়ে থাকা অবস্থায় ম্যাচ শুরু হয়েছিল ৷ দক্ষিণ 24 পরগনার যে 16টি আসনে এদিন ভোট নেওয়া হল, তার মধ্যে ডায়মন্ডহারবার কেন্দ্রের পাঁচটি আসন ছিল ৷ যেহেতু ওই কেন্দ্রের সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই স্বাভাবিক ভাবেই এই জেলায় বাড়তি নজর ছিল ৷ বিষয়টি আগাম আঁচ করে দক্ষিণ 24 পরগনায় বাড়তি নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন ৷ তাতেও অশান্তি এড়াল গেল না ৷ তবে লক্ষণীয় বিষয় হল, এবার এই জেলায় আর একতরফা অভিযোগ আসেনি ৷ অভিযোগের সংখ্যায় বিজেপির খুব বেশি পিছনে থাকবে না তৃণমূল ৷ প্রথম দুই দফার মতো এই পর্বে সংযুক্ত মোর্চাকে অবশ্য দুরবীন দিয়ে খুঁজতে হয়নি৷ কয়েকটি জায়গায় আইএসএফের কর্মীদেরও লড়াইয়ের ময়দানে থাকতে দেখা গিয়েছে ৷

হাওড়ার গ্রামীণ এলাকার যে সাতটি আসনে এদিন ভোট নেওয়া হল, তাতে অবশ্য ‘খবরের’ কোনও কমতি ছিল না ৷ তৃণমূল প্রার্থী নির্মল মাজিকে লক্ষ্য করে ইট, পাল্টা বিজেপির তারকা প্রার্থী পাপিয়া অধিকারীকে সপাটে চড়, সব ধরনের মশলাই এদিন মজুত ছিল ৷ উল্লেখযোগ্য বিষয় হল, এখানেও কিন্তু ‘খেলা’ একতরফা হয়নি ৷ তবে তৃতীয় দফায় একাই সব প্রচারের আলো শুষে নিয়েছেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ মণ্ডল ৷ সাংসদ স্বামী সৌমিত্র খাঁকে ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ইস্তক সুজাতাকে নিয়ে আগ্রহ বেড়েছে ৷ রাজনীতির কারণে সংসারে ভাঙন, প্রকাশ্যে কোন্দল, চোখের জল বেশ হিট করেছিল ৷ এদিনও ‘হিট’ সুজাতা ৷ তাঁর উপর হামলা, তাঁর গাড়ির উপর হামলা সবই এদিনের ভোটে অন্যতম চর্চার কেন্দ্রে ৷ ভোট দিয়ে আসার পথে এক তৃণমূল বুথ সভাপতির মৃত্যু ( যা নিয়ে দু’পক্ষের মধ্যে চাপেনউতোর চলছে ) চলতি ভোটে মৃতের তালিকা বাড়াল ৷ প্রথম দু’দফার ভোটের মতো এদিন কিন্তু তৃণমূল মোটেই ‘নিষ্প্রভ’ ছিল না ৷ বরং নিজেদের দুর্গ আগলাতে প্রথম থেকেই টগবগে ছিল ৷ কারণ তারা ভালমতোই জানে, এদিনের খেলায় হেরে গেলে তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসা কঠিন হয়ে যাবে ৷ পাশাপাশি ম্যাচ ছেড়ে দেয়নি গেরুয়া বাহিনীও ৷ সমান তালে লড়ে গিয়েছে তারাও ৷ তাই কমিশনে দিনভর অভিযোগ আসার বিরাম ছিল না ৷

আরও পড়ুন : সম্মান জানাতেই বাংলায় কথা, ভাষা কটাক্ষের জবাব মোদির

সাদা চোখে এদিনের ম্যাচ ড্র হয়েছে ৷ কিন্তু ফল তো আর ড্র থাকবে না ৷ তৃতীয় দফার ভোট খেলাকে কিন্তু জমিয়ে দিল ৷

ABOUT THE AUTHOR

...view details