কলকাতা, 10 এপ্রিল : শীতলকুচি ও মাথাভাঙায় চতুর্থ দফার নির্বাচনে 5 জনের মৃত্যুতে এবার মোদি এবং অমিত শাহকে ‘খুনি’ বলে আক্রমণ ডেরেক ও’ব্রায়েনের ৷ স্বচ্ছভাবে এবং সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ গুলি করে খুন করছেন বলে অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷ সেই সঙ্গে তাঁর তোপ, মোদি-শাহের হাতে রক্ত লেগে রয়েছে ৷ তাই তাঁরা এই অনুভূতিতে অভ্যস্ত বলে ব্যঙ্গ করেন ডেরেক ৷
আজ চতুর্থ দফার ভোটের শুরুতেই শীতলকুচিতে ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হন 18 বছরের এক সদ্য ভোটার হওয়া যুবক ৷ নিজের প্রথম গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে বেঘোরে প্রাণ দিতে হয় ওই তরুণকে ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তাঁর ৷ সেই ঘটনার পর বেলা সাড়ে দশটা নাগাদ মাথাভাঙার 126নং বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় এবার নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে আক্রমণ করে টুইট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা নেতা ডেরেক ও’ব্রায়েন ৷ মোদি-শাহকে ‘খুনি’র তকমা দিলেন তিনি ৷
ওই টুইটে তিনি অভিযোগ করেছেন, ‘‘যখন আপনারা স্বচ্ছভাবে এবং সরাসরি লড়াই করতে পারেন না, তখন গুলি করে হত্যা করেন ৷ মোদি-শাহ আপনারা খুনি ৷ আপনাদের নির্দেশে নির্বাচন কমিশন সম্প্রতি বেঙ্গল পুলিশের ডিজি এবং এডিজিকে সরিয়েছে এবং যেখানে আজ 5 জনকে হত্যা করা হয়েছে সেখানকার পুলিশ সুপারকেও বদলি করানো হয়েছে ৷ আপনাদের দু’জনের হাতে রক্ত লেগে রয়েছে ৷ কিন্তু, আপনারা এই অনুভূতিতে অভ্যস্ত ৷’’