কলকাতা, 4 এপ্রিল : রবিবাসরীয় প্রচারে লম্বা মিছিল করলেন মহেশতলা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী প্রভাত চৌধুরী ৷ আজ মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের মোল্লার গেট থেকে নুঙ্গি মোড় পর্যন্ত 6 কিলোমিটার রাস্তায় মিছিল করেন সিপিআইএম প্রার্থী ৷ তাঁর সমর্থনে এদিনের মিছিলে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, প্রাক্তন সাংসদ শমিক লাহিড়ী এবং রতন বাগচীর মতো নেতারা ৷
আগামী 10 এপ্রিল চতুর্থ দফায় ভোট রয়েছে মহেশতলা বিধানসভায় ৷ ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত এই আসনে সংযুক্ত মোর্চার সিপিআইএম’র প্রার্থী হয়েছেন প্রভাত চৌধুরী ৷ তাঁর সমর্থনেই রবিবার সকালে বজবজ ট্রাঙ্ক রোডের মোল্লার গেট থেকে নুঙ্গি মোড় পর্যন্ত বর্ণাঢ্য মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থকরা ৷ 6 কিলোমিটারে এই মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং হায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ শমিক লাহিড়ী অংশ নেন ৷ এছাড়াও ছিল মহেশতলার শীর্ষ নেতৃত্বও ৷