কলকাতা, 7 এপ্রিল : করোনা স্বাস্থ্যবিধি মাথায় রেখেই এবার হবে বিধানসভা নির্বাচনের গণনার কাজ । যে পদ্ধতিতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছিল, সেই একই পদ্ধতিতে বিধানসভা নির্বাচনের ফলও ঘোষণা হবে । এমনই জানানো হয় নির্বাচন কমিশনের তরফ থেকে ৷
2016-র বিধানসভা নির্বাচনে এসএমএসের মাধ্যমে এক নিমেষে ভোট গণনাকেন্দ্র থেকে ফলাফল জানা গিয়েছিল । এবার গণনা কেন্দ্রের ভেতরে রিটার্নিং অফিসারকেও মোবাইল নিয়ে যেতে দেওয়া হবে না । এমনই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন । সে কারণেই সবকটি টেবিল থেকে ফলাফল আসবে রিটার্নিং অফিসারের কাছে । তারপর সেগুলি একত্রিত করা হবে । এরপর রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষক সিলমোহর দেবেন তাতে ।
স্বাস্থ্যবিধি মেনেই হবে নির্বাচনের গণনা
এবার গণনা কেন্দ্রের ভেতরে রিটার্নিং অফিসারকেও মোবাইল নিয়ে যেতে দেওয়া হবে না । এমনই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন ।
স্বাস্থ্যবিধি মেনেই হবে নির্বাচনের গণনা
আরও পড়ুন : রাজ্যে একদিনে আক্রান্ত দু'হাজার
কমিশনের একটি বিশেষ অ্যাপে তা আপলোড করা হবে । তারপরে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল । এই পুরো প্রক্রিয়াই হবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনেই ৷