কলকাতা, 4 এপ্রিল : মানিকতলায় ক্লাব দখলকে কেন্দ্র করে গন্ডগোল। কলকাতা পুরসভার 32 নং ওয়ার্ডের মানিকতলার বাগমারি রোডের নতুন পল্লির ঘটনা ৷ সেখানে একটি ক্লাব দখলকে কেন্দ্র করে শনিবার রাতে বিজেপি ও তৄণমুল কর্মীদের মধ্যে ঝামেলা বাধে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এলাকা ৷ নির্বাচনের আগে ক্লাব দখলকে কেন্দ্র করে রাজনৈতিক রং লাগে ৷ যুযুধান দুই পক্ষ নিজেদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ ঘটনায় দু‘পক্ষের বেশ কয়েকজন আহতও হন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ ৷ পুলিশকে লক্ষ্য করেও হামলা চালানো হয় ৷ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি ৷ এলাকায় সংবাদমাধ্যমকেও ঢুকতে বাধা দেওয়া হয় ৷
মানিকতলার এই ক্লাবে বিজেপি সমর্থকদের আধিপত্য বেশি ৷ নির্বাচনের আগে এই ক্লাবকে নিজেদের দখলে আনতে চায় রাজ্যের শাসকদল তৄণমূল ৷ তার থেকেই গন্ডগোলের সূত্রপাত ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার বিদায়ী বিধায়ক সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে ৷ তিনি ঘটনাস্থানে পৌঁছালে উত্তেজনা আরও বাড়ে ৷ তারপরই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মানিকতলা বিধানসভার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ তাঁদের উপস্থিতিতেই মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ ৷ পুলিশ এলে তাদের লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ ৷ কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় এলাকায় ৷