কলকাতা, 15 এপ্রিল : ছেলে করোনা আক্রান্ত । তাই সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সংযুক্ত মোর্চার হয়ে প্রচারের কাজে আসার বিষয়টি বিলম্বিত করা হয়েছে । বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । 23 এপ্রিল বড় প্রচার সভা করার কথা ছিল সীতারাম ইয়েচুরির ।
ইতিমধ্যে হানা শক্তি বাড়িয়ে ফের হাজির করোনা ভাইরাস । আক্রান্ত সংখ্যার রেকর্ড রোজ ভাঙছে । পরিস্থিতি নিয়ে চিন্তিত সিপিআইএম নেতৃত্ব ইতিমধ্যে বড় প্রচার সভায় "না" করে দিয়েছে । ছোট পথসভায় ভোটারদের মন জেতার চেষ্টা করছেন বাম প্রার্থীরা । শুক্রবার নির্বাচন কমিশন সর্বদলীয় বৈঠক ডেকেছেন । বাকি পর্যায়ের নির্বাচন একবারে করে ফেলার কথা রটলেও তার বাস্তবতা নেই । নির্বাচন কমিশন সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন । এই ধরনের সিদ্ধান্ত নিলে কোনও দল বা প্রার্থী আইনের দ্বারস্থ হতে পারে । তাতে কমিশন ব্যাকফুটে চলে যাবে ।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলছেন মিটিংয়ে যাওয়ার আগে পনেরো মিনিট তাঁরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আসা প্রতিনিধি প্রদীপ ভট্টাচার্য কিংবা আবদুল মান্নানের সঙ্গে তাঁরা আলোচনা করে নেবেন । তবে এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বাড়তি প্রচারের ব্যবস্থা করা উচিত ছিল বলে মনে করেন । সংবাদ পত্র, টিভিতে রাজনৈতিক দলের জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা নির্বাচন কমিশন করতে পারত বলে জানিয়েছেন । নির্বাচনের দিন কমিশন বিজ্ঞাপন দিলেও তা যথেষ্ট নয় । বরং সচেতনতা বৃদ্ধিতে কমিশনকে উদ্যোগ নিতে হবে ।
আরও পড়ুন : করোনা বাড়ছে, বড় সভায় "না" সিপিএমের
সিপিএম তাদের বড় সভা বাতিল করলেও অন্য দল সেরকম কোনও উদ্যোগ নেয়নি । মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রোড শো-এর পরিকল্পনা রয়েছে । বিমান বসু করোনা পরিস্থিতিতে এই ধরনের মেগা ইভেন্টে রাশ পরানোর জন্য কমিশনকে বলতে চান । এবং সেটা করার কথা বলবেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ।