কলকাতা, 20 এপ্রিল: অনেক তো মিটিং মিছিল করলেন ৷ এবার একটু সাধারণ মানুষকে বিচার করতে দিন । করোনায় প্রচার বন্ধ রাখার দাবিতে দায়ের হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি । করোনা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন যে সমস্ত সুরক্ষাবিধি গ্রহণ করেছে প্রয়োজনে পুলিশের সাহায্য নিয়ে অবিলম্বে তা লাগু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । এ ব্যাপারে রাজ্য সরকারও যেন নির্বাচন কমিশনকে সহযোগিতা করে ৷ আজ এমনই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণাণ ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ । আগামী বৃহস্পতিবার মামলাটির ফের শুনানি হবে ।
আজ মামলার শুনানিতে মামলাকারীর তরফে শ্রীজীব চক্রবর্তী বলেন, ‘‘নির্বাচনের এই পরিস্থিতিতে কমিশনেরই শুধু দায়িত্ব আছে তা নয় । করোনা পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় সেই ব্যাপারে রাজ্যের একটা দায়িত্ব রয়েছে । কারণ ইতিমধ্যেই হাসপাতালগুলো করোনা রোগীতে ভর্তি হয়ে গিয়েছে । বেড খালি পাওয়া যাচ্ছে না । অক্সিজেন নেই ।’’ পাশাপাশি মামলাকারীদের তরফে আরও বলা হয়, ইতিমধ্যে দু'জন প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । আদালতের উচিত ব়্যালি পুরোপুরি বন্ধ করে দেওয়া । না হলে সাধারণ মানুষকে আটকানো সম্ভব নয় ।