কলকাতা, 1 এপ্রিল : আজ মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম। আজ সকালে মিছিলে করে নমিনেশন ফাইল করেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও কন্য়া ৷ এ-নিয়ে দ্বিতীয় বার কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি ৷
মনোনয়ন জমা করে সাংবাদিকদের মুখোমুখি হন ববি ৷ জানিয়েছেন, বিজেপি সব রকমের চক্রান্ত করছে যাতে সুষ্ঠু নির্বাচন না হতে পারে। অভিযোগ, বিজেপির গুণ্ডা বাহিনী বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করতে চাইছে ৷ কিন্তু বিজেপি তা করতে পারবে না বলে জানিয়ে দেন ৷ তাঁর দাবি, বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষের মুখ বন্ধ করতে পারবে না ৷ বাংলায় তৃণমূল ছিল এবং তৃণমূলই থাকবে ৷ বাংলার সবকটি আসন তৃণমূল পাবে বলেও জানিয়েছেন তিনি ৷