পশ্চিমবঙ্গ

west bengal

ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে রক্ত দেবে তৃণমূল, মনোনয়ন দিয়ে বললেন ববি

By

Published : Apr 1, 2021, 9:55 PM IST

মনোনয়নপত্র করতে আসার পথে রাস্তার দুই ধারে প্রচুর মানুষ ববিকে শুভেচ্ছা জানান ৷ অনেকে ফুল ও মালা পরিয়ে দেন ৷ অনেককে আশীর্বাদ করতেও দেখা গেছে ।

Boby
মনোনয়ন জমা দিতে যাচ্ছেন ববি

কলকাতা, 1 এপ্রিল : আজ মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী ফিরহাদ হাকিম। আজ সকালে মিছিলে করে নমিনেশন ফাইল করেন। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও কন্য়া ৷ এ-নিয়ে দ্বিতীয় বার কলকাতা বন্দর এলাকার তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি ৷

মনোনয়ন জমা করে সাংবাদিকদের মুখোমুখি হন ববি ৷ জানিয়েছেন, বিজেপি সব রকমের চক্রান্ত করছে যাতে সুষ্ঠু নির্বাচন না হতে পারে। অভিযোগ, বিজেপির গুণ্ডা বাহিনী বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে দেশের গণতন্ত্রকে নষ্ট করতে চাইছে ৷ কিন্তু বিজেপি তা করতে পারবে না বলে জানিয়ে দেন ৷ তাঁর দাবি, বিজেপি চক্রান্ত করে সাধারণ মানুষের মুখ বন্ধ করতে পারবে না ৷ বাংলায় তৃণমূল ছিল এবং তৃণমূলই থাকবে ৷ বাংলার সবকটি আসন তৃণমূল পাবে বলেও জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন- সাংবাদিক বৈঠকে মমতা

মনোনয়নপত্র করতে আসার পথে রাস্তার দুই ধারে প্রচুর মানুষ তাঁকে শুভেচ্ছা জানান ৷ অনেকে ফুল ও মালা পরিয়ে দেন ৷ অনেককে আশীর্বাদ করতেও দেখা গেছে ।

ববির মনোনয়ন পেশ

তাঁর অভিযোগ, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। ধর্মের উস্কানি দিচ্ছে শুভেন্দু সহ বিজেপি নেতারা। প্রয়োজনে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত দেবে বলেও জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details