রাজারহাট , 27 মার্চ : ভোটপর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটে উঠছে হিংসার প্রতিচ্ছবি ৷ এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ যদিও এবিষয়ে তৃণমূলের তরফে কোনও বিবৃতি মেলেনি ৷ রাজারহাট থানা এলাকার কাদা গ্রামের ঘটনা ৷ আহত বিজেপি কর্মীর নাম আশিস পান্ডে ৷
গতকাল রাত সাড়ে 9 টা নাগাদ স্থানীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন আশিস ৷ সেইসময়ই পিছন দিক থেকে ভোজালি দিয়ে হামলা চালায় দু'জন ৷ কোনওরকমভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করলেও পিঠে গিয়ে পড়ে সেই ভোজালির কোপ ৷ আঘাতে জেরে তিনি চিৎকার শুরু করলে ভয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা ৷ বাড়ির লোক ছুটে এসে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ৷ এরপর তিনি বিজেপি কর্মীদের খবর দেন ৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিজেপি কর্মীদের একাংশ ৷ দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে রাজারহাট থানার আইসির ঘর ঘেরাও করে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মীরা ৷