নিমতা(উত্তর দমদম), 25 মার্চ : দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর দমদমের 34 নম্বর ওয়ার্ড ৷ গতকাল বিজেপি কর্মীদের দেওয়াল লিখনে বাধা, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এমনকি এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷ ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী ৷ দলের দাবি, দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মাথায় ফেটে গিয়েছে ৷
আরও পড়ুন : রাজনৈতিক নেতাদের কটাক্ষ করে দেওয়াল লিখন কলকাতায়
গতরাত 10 টা নাগাদ বিজেপি কর্মীরা প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখছিলেন ৷ অভিযোগ, সেই সময় স্থানীয় তৃণমূল নেতা শেখ নাজিমউদ্দিনের কিছু অনুগামী এসে হামলা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান প্রার্থী অর্চনা মজুমদার ৷ বিজেপির তরফে অভিযোগ, ওই সময় তৃণমূলের আরও কয়েকজন দুষ্কৃতীকে ফোন করে এলাকায় জড়ো করা হয় ৷ তারাই বিজেপি কর্মীদের উপর ইট, লাঠি নিয়ে চড়াও হয় ৷ ঘটনায় নুরুল নামে এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায়, তাঁর সঙ্গে আরও কয়েকজন কর্মী জখম হন ৷ প্রার্থীরও মাথা ফেটে যায় ৷
নিমতায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ, দেখুন ভিডিয়ো... খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নিমতা থানার পুলিশ ৷ পুলিশ জখম প্রার্থী ও বিজেপি কর্মীদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ৷ অন্যদিকে ওই রাতেই পুলিশ কাউকে গ্রেফতার না করায় বিজেপি কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন ৷ পরে নিমতা থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ এমনকি তৃণমূলের বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী ৷ অবশেষে দোষিদের গ্রেফতারের আশ্বাসে বিজেপি কর্মীরা বিক্ষোভ তুলে নেন ৷
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।