পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নজরে কলকাতার 11, বিশেষ ওয়াররুম খুলছে বিজেপি - কলকাতার ভোট

বিজেপি প্রার্থীদের মোবাইল নম্বরের সঙ্গে এই ওয়াররুমের সংযুক্তিকরণ করা হবে ৷ যদি কোথাও ঝামেলা বা গন্ডগোল অথবা ছাপ্পা ভোট হয়, তাহলে দ্রুত কন্ট্রোল রুমে সেই অভিযোগ পৌঁছে যাবে ৷

West Bengal Assembly Election 2021
ফাইল ছবি

By

Published : Apr 17, 2021, 10:23 PM IST

Updated : Apr 17, 2021, 10:57 PM IST

কলকাতা, 17 এপ্রিল : বিগত কয়েক বছরে জেলাগুলিতে যথেষ্ট শক্তি বাড়িয়েছে বিজেপি ৷ বিগত পঞ্চায়েত ভোটের সময় থেকেই শক্তি বাড়ানো শুরু করেছিল গেরুয়া ব্রিগেড ৷ উনিশের ভোটে আসতে আসতে সেই পদধ্বনি আরও জোরালো হয়েছে ৷ তবে কলকাতায় এখনও পর্যন্ত সেভাবে দাঁত ফোটাতে পারেননি দিলীপ-কৈলাসরা ৷ রাজ্য রাজনীতির অন্দরমহলে কান পাতলেই শোনা যায়, জেলাগুলির তুলনায় কলকাতায় বিজেপির সাংগঠনিক শক্তি অনেকটাই দুর্বল ৷

এদিকে একুশের ভোটে নীলবাড়ির দখল নিতে মরিয়া গেরুয়া শিবির ৷ তাই কোনও জায়গাতেই আর খামতি রাখতে চাইছে বঙ্গ বিজেপি ৷ কলকাতার আসনগুলিতে ভোট রয়েছে সপ্তম ও অষ্টম দফায় ৷ আর এই দুই দফার দিকে বাড়তি নজর দিচ্ছেন দিলীপবাবুরা ৷ এবার শেষ দুই দফায় কলকাতার আসনগুলির জন্য বিশেষ ওয়াররুম খুলছে বিজেপি ৷

খড়্গপুর আইআইটি ও হায়দরাবাদ থেকে বাছাই করা 20 জন পড়ুয়াকে নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে ৷ এই টিমের নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সোশাল মিডিয়া ইনচার্জ অমিত মালব্য ৷ এই টিমের মূল উদ্দেশ্য, প্রতিটি বুথস্তর পর্যন্ত গিয়ে কাজ করা ৷ বিজেপি প্রার্থীদের মোবাইল নম্বরের সঙ্গে এই ওয়াররুমের সংযুক্তিকরণ করা হবে ৷ যদি কোথাও ঝামেলা বা গন্ডগোল অথবা ছাপ্পা ভোট হয়, তাহলে দ্রুত কন্ট্রোল রুমে সেই অভিযোগ পৌঁছে যাবে ৷ সেই অভিযোগ বিজেপি প্রতিনিধি দল খুব সহজেই নির্বাচন কমিশনে জানাতে পারবে ৷

আরও পড়ুন : ইভিএমের বোতামে কালি, অভিযোগ তৃণমূলের দিকে

তৃণমূলের সঙ্গে পাল্লা দিতেই এই ধরনের ওয়াররুম তৈরি করার সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ৷ এই বিষয়ে বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মূলত গুজরাত ও উত্তরপ্রদেশের মডেলে এই ধরনের অত্যাধুনিক ওয়াররুম খোলা হচ্ছে ৷ আগামীকাল থেকে এই ধরনের অত্যাধুনিক ওয়াররুমের কাজ শুরু হবে ৷ খড়্গপুর আইআইটি ও হায়দরাবাদের এই বিশেষ টিম সপ্তম ও অষ্টম দফার বাকি আসনগুলিও নজরে রাখবে ৷’’

Last Updated : Apr 17, 2021, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details