কলকাতা, 25 এপ্রিল : এবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর চাল চুরির অভিযোগ তুলল বিজেপি ৷ কেন্দ্র সরকারের থেকে গরিবের জন্য আসা চাল থেকে গত পাঁচ বছরে 5 হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস সরকার ৷ এমনই অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফ থেকে ৷
খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগ তুললেন কৈলাস
রাজ্য়ের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় আজ রাজারহাটের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি দূর্নীতির অভিযোগ আনেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর ৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের আসা আনাজ সরাসরি গরিব মানুষের কাছে যে পৌঁছানোর কথা ছিল তা পৌঁছয়নি ।
রাজ্য়ের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় আজ রাজারহাটের সাংবাদিক বৈঠক থেকে সরাসরি দুর্নীতির অভিযোগ আনেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের আসা আনাজ সরাসরি গরিব মানুষের কাছে যে পৌঁছানোর কথা ছিল তা পৌঁছয়নি । মান্ডিগুলি থেকে সহায়ক মূল্যের চাইতে কম দামে নগদ টাকা দিয়ে কৃষকদের কাছ থেকে দালালরা কিনে বাইরে চড়া দামে বিক্রি করেছে ।’’ তাই আরটিআই-এর উত্তরে পশ্চিম বাংলার কৃষক বণ্টনের কোনও তথ্য দিতে পারেনি সরকার, এমনই দাবি করেন রাজ্য়ের বিজেপির পর্যবেক্ষক । ক্ষমতায় এলে এই দুর্নীতি নিয়ে তদন্ত হবে বলেও জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন : 18-44 বছর বয়সিদের টিকাকরণের আগে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক
পাশাপাশি নোটবন্দির সময়ে জ্যোতিপ্রিয় মল্লিকের দুই মেয়ের ব্যাঙ্কে 3 কোটি ও 4 কোটি টাকা জমার অভিযোগও তোলেন বিজয়বর্গীয় । সরকার ক্ষমতায় এলে এঁদের বিরুদ্ধেও পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে দাবি করেন তিনি ।