পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্য রাজনীতির টানাপোড়েনে আজ রাজ্যে পঞ্চম দফা - বিধানসভা নির্বাচন 2021

গত 10 এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছিলেন, আর এই পটভূমিতেই পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপড়েন চরমে উঠেছে । মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়ের মধ্যে কথোপকথনের একটি অডিয়ো টেপ বিজেপি প্রকাশ করেছে । বিরোধী দল অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি করছেন । তবে, শেষ মুহূর্তে অডিয়ো টেপ ফাঁস হওয়ায় ফের নতুন করে পরিস্থিতি তপ্ত হতে পারে । আর এই উত্তেজনার মধ্যেই আজ পঞ্চম দফার নির্বাচন ।

ঘটনাবহুল চার দফার পর আজ রাজ্যে পঞ্চম দফা
ঘটনাবহুল চার দফার পর আজ রাজ্যে পঞ্চম দফা

By

Published : Apr 17, 2021, 6:31 AM IST

কলকাতা, 17 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা আজ । হাই ভোল্টেজ এই পর্বে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ।

দ্বিতীয় পর্বে করোনার গ্রাফ ক্রমবর্ধমান এবং সঙ্গে পরিস্থিতির জন্য পাল্লা দিয়ে রাজনৈতিক দোষারোপ, দেশের নির্বাচন কমিশন (ইসি)-র একটি কঠোর নির্দেশের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজন ভিভিআইপি রাজনৈতিক নেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং চতুর্থ দফার নির্বাচনে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে চার ভোটারের মৃত্যুর মতো কারণগুলি পঞ্চম পর্বের আগে নতুন করে পরিস্থিতি ভিন্নমাত্রা দিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, শীর্ষ স্থানীয় বিজেপি নেতা রাহুল সিনহা নির্বাচন কমিশনের কঠোরতার মুখোমুখি হয়েছিলেন ৷ নির্দিষ্ট সময়ের জন্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল । এছাড়াও নির্বাচন কমিশন নোটিশ দিয়ে সেন্সার করেছিল সায়ন্তন বসু ও শুভেন্দু অধিকারীর মতো প্রথম শ্রেণির বিজেপি নেতাদের ।

নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের নেতৃত্বে পঞ্চম দফার নির্বাচন এবং নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ছায়ার মধ্যে এই পর্বের নির্বাচন অনুষ্ঠিত হবে । প্রসঙ্গত, তৃণমূল ইতিমধ্যেই শেষ তিন পর্বকে একসঙ্গে করার দাবি জানিয়েছে । তবে এই দাবি পুরোপুরি উড়িয়ে দেওয়াই নয়, নির্বাচন কমিশন ভোট প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা 48 ঘণ্টা থেকে বাড়িয়ে 72 ঘণ্টা ঘোষণা করেছে । প্রচারের সময়ও নির্বাচন কমিশন কমিয়ে দিয়েছে । এরআগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমবর্ধমান করোনার কথা মাথায় রেখে শেষ তিনটি পর্ব এক সঙ্গে করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে টুইট করেছিলেন । কিন্তু, শেষ তিনটি পর্ব এক সঙ্গে করার সম্ভবনা উড়িয়ে দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এভাবে সংযুক্ত করলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে । যার ফলে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বাধা প্রাপ্ত হবে । এদিকে, কোভিড 19 এ আক্রান্ত হয়ে শুক্রবার জঙ্গিপুর বিধানসভার আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী প্রয়াত হয়েছেন । সামশেরগঞ্জের পর ইনি দ্বিতীয় প্রার্থী যিনি করোনা ভাইরাসের সংক্রমণের ফলে প্রাণ হারালেন ।

গত 10 এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন নিহত হয়েছিলেন, আর এই পটভূমিতেই পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে । এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক টানাপড়েন চরমে উঠেছে । মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়ের মধ্যে কথোপকথনের একটি অডিয়ো টেপ বিজেপি প্রকাশ করেছে । বিরোধী দল অভিযোগ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে রাজনীতি করছেন । যদিও তৃণমূল কংগ্রেস এই অডিয়োটিকে ভুয়ো বলে দাবি করে সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ।

রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে শীতলকুচি কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে । শুক্রবার কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দ্রুত তদন্ত শেষ করে 5 মে-র মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম রায়ের কথোপকথনের অডিয়ো ক্লিপটি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা যাঁরা শীতলকুচির গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত, তাদের কারাগারে রাখার কথা বলছেন, প্রসঙ্গটি ভাইরাল হয়েছে । যদিও ইটিভি ভারত অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি । যে অডিয়োতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের জেলা পুলিশ সুপার এবং শীর্ষ স্থানীয় পুলিশ কর্তাদের সঙ্গে অশোভন আচরণ করছেন ।

আরও পড়ুন : পঞ্চম দফার 45টি আসনে সম্মুখ-সমরে ঘাসফুল-পদ্মফুল

রাজ্যের বৃহত্তম জেলা উত্তর 24 পরগনায় পঞ্চম দফায় ভোট গ্রহণ করা হবে । যে উত্তর 24 পরগনা ইতিমধ্যেই হিংসার সাক্ষী থেকেছে । জঙ্গিপনার আশঙ্কা থাকায় তা মোকাবিলা করতে অতিরিক্ত সশস্ত্র বাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে । তবে, শেষ মুহূর্তে অডিয়ো টেপ ফাঁস হওয়ায় ফের নতুন করে পরিস্থিতি তপ্ত হতে পারে । আর এই উত্তেজনার মধ্যেই আজ পঞ্চম দফার নির্বাচন ।

ABOUT THE AUTHOR

...view details