কলকাতা, 26 মার্চ : একুশের প্রথম দফা নির্বাচনের আগে আত্মপ্রত্যয়ী বাবুল সুপ্রিয় । কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জের বিজেপি প্রার্থীর স্পষ্ট কথা, 'দিদি যে পাঁক ছড়িয়েছেন, সেই পাঁকেই পদ্মফুল ফুটবে । মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সেটা দিদিমণিও বুঝতে পেরেছেন ।'
এদিন মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করেন বাবুল সুপ্রিয় । প্রথম দফা ভোট শুরুর কিছু ঘণ্টা বাকি থাকতে সবাইকে সাবধান করেন তিনি । তিনি জানিয়ে দেন, গণ্ডগোল করার চেষ্টা তৃণমূলের গুণ্ডাবাহিনী করবেই । তৃণমূলের তরফ থেকে ভোটারদের প্ররোচিত করার চেষ্টাও করা হবে বলে জানান তিনি । তৃণমূল ক্যাম্পে এখন সেই প্ল্যানিং চলছে বলে দাবি করেন বাবুল । বলেন, "আমি আপনাদের তাই সতর্ক করছি, প্ররোচিত হবেন না । সবাই দলবেঁধে একসঙ্গে ভোট দিতে যান । বুথে নিজের ভোট নিজে দিন ।" তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন, "দিদির জলদাস পুলিশ নয়, বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । তাই আপনারা ভয় না পেয়ে ভোট দিন ।"