কলকাতা, 18 এপ্রিল : খোদ কলকাতায় আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী ৷ ঘটনাটি ঘটেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৷ আক্রান্ত হলেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷ তাঁকে হেনস্থা করার পাশাপাশি জামাকাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি ৷ দায়ী করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ৷ ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি ৷ ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিঁথি থানার পুলিশ ৷
বিজেপি সূত্রে খবর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আজ সকাল আটটা থেকে মানিকতলা বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিনগুলি নিয়ে মকপোল করা হচ্ছিল ৷ তাই সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ৷ এদিন দুপুরের পর কর্মীদের খোঁজ খবর নিতে ঘটনাস্থলে আসেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ৷
কাজ সেরে বিকেলবেলায় তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন চার-পাঁচজন তৄণমুল কর্মী তাকে বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে ঘিরে ধরে ৷ চোখের নিমেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় 40-45 ৷ প্রত্যেকের গলাতেই আইকার্ড ঝোলানো ছিল বলে অভিযোগ তোলেন প্রার্থী ৷ তাঁকে ঠেলতে ঠেলতে প্রায় 200 মিটার পিছনে নিয়ে যাওয়া হয় ৷ সেই সময় তার জামা ছিঁড়ে দেওয়া হয় ৷ গলায়, ঘাড়ে ও পেটে চালানো হয় এলোপাথারি লাথি, ঘুঁষি ৷