কলকাতা, 10 এপ্রিল : বেহালার 142 নম্বর ওয়ার্ডে রামজীবনপুরে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । বিজেপি সমর্থকদের অভিযোগ, রাত সাড়ে তিনটে নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায় ৷ ইটবৃষ্টি করে ৷ বাইক ভাঙচুর করে ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ৷
তবে এখন এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ অভিযোগের ভিত্তিতে দু'জনকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ ।