কলকাতা, 16 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে ৷ রাজ্যেও সংক্রমণ বাড়ছে ৷ বাকি রয়েছে আরও চার দফার ভোট ৷ এই পরিস্থিতিতে আজ সর্বদল বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন ৷ পুরানো প্রোটোকল মেনেই চলবে নির্বাচনী প্রচার এবং জনসভা চালিয়ে যাওয়ার পক্ষে আলোচনা হয়েছে বৈঠকে ৷ তবে তিন দফাকে মিলিয়ে এক দফায় ভোটগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন ৷
শেষ তিন দফার ভোট একদিনে করার জন্য কমিশনের কাছে আবেদন জানিয়েছিল তৃণমূল ৷ অন্যদিকে বিজেপির তরফে তিন দফাতেই ভোট করানোর জন্য আবেদন করা হয়েছিল ৷ কিন্তু কমিশনে সর্বদল বৈঠক শেষে যে নির্যাস পাওয়া যাচ্ছে, তাতে ভোটের দফা কমানোর কোনও সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন ৷