কলকাতা, 8 এপ্রিল : দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে মনে হচ্ছে বাংলার নির্বাচনে প্রচার করা ছাড়া তাঁদের আর কাজ নেই । এই রাজ্যের অলিগলিতে পথসভা করাই তাঁদের একমাত্র কাজ । এর আগে এই রাজ্যের নির্বাচন ঘিরে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এমন তৎপরতা কোনওদিন দেখা যায়নি । এভাবেই মোদি-শাহের বিরদ্ধে সমালোচনার তির ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর মতে, বাংলা নিয়ে অতি তৎপরতার খেসারত দিতে হচ্ছে সমগ্র দেশবাসীকে । ঝাড়খণ্ডের মাওবাদী হামলায় জওয়ানদের মৃত্যু তারই ফলশ্রুতি ।
দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায় চলতি নির্বাচনে বদলের হাওয়ার গন্ধ অধীরবাবুর নাকে আসছে । এবং সেই হাওয়া যে সংযুক্ত মোর্চামুখী সেই ব্যাপারে অনেকটাই নিশ্চিত তিনি । তবে দল ভাঙানোর পর্ব নিয়ে তিনি আশঙ্কিত । অধীরবাবুর মতে, ‘‘চোরাশিকারিরা যেমন অসাধু উপায়ে বন্যপ্রাণী হত্যা করে ৷ তেমনই, রাজনীতিতে গত কয়েক বছরে চোরাশিকারিদের তৎপরতা শুরু হয়েছে । যার পোশাকি নাম পলিটিক্স অব পোচিং । আর এই রাজ্যে এই তত্ত্বের আহ্বায়ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিজের দলকে বাড়াতে কংগ্রেস, সিপিএম সহ দলগুলির জনপ্রিয় ব্যক্তিদের নিজের দলে টেনেছেন । এবার তারই ছকে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি ৷’’