পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলাকে আগলে রাখবেন দিদি, ভোট দিয়ে দেব-বাণী - বাংলাকে আগলে রাখবে দিদি

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ বলেন, কেন্দ্র বাংলার সঙ্গে বঞ্চনা করছে ৷ এই কারণেই দিদিকে দরকার, যিনি বাংলাকে আগলে রাখবেন ৷ একই সঙ্গে তাঁর মতে, নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম বিরোধীদের সুবিধা করার জন্যই বানানো ৷

দেব
দেব

By

Published : Apr 26, 2021, 8:06 PM IST

কলকাতা, 26 এপ্রিল : ভোট সপ্তমীতে সাউথ সিটি কমপ্লেক্সের মধ্যে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিলেন তৃণমূল সাংসদ দেব ৷ নিজে ভোট দিয়ে বেরিয়ে হাত স্যানিটাইজ় করে সকলকে কোভিড প্রটোকল মেনেই ভোট দেওয়ার আবেদন জানান ৷

ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘রাজ্যে তাড়াতাড়ি সরকার আসা দরকার ৷ কারণ এখন সাধারণ মানুষ অনাথ হয়ে গিয়েছেন, কোনও সরকার দায় নিতে চাইছে না ।’’ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করোনার টিকা নিয়ে রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি ৷ তিনি প্রশ্ন তোলেন কেন বিহার ভোটের সময় কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা থেকে পিছিয়ে যাচ্ছে এখন ৷ তাঁর মতে, মানুষের জীবন আগে ৷ তাই নিজের প্রচারেও মানুষকে প্রাণের ঝুঁকি নিয়ে আসতে বারণ করেছেন তিনি ৷

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন দেব

আরও পড়ুন : কোভিড বৃদ্ধির জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত: মাদ্রাজ হাইকোর্ট

একই সঙ্গে তৃণমূল সাংসদ বলেন, ‘‘কেন্দ্র বাংলার সঙ্গে বঞ্চনা করছে ৷ এই কারণেই দিদিকে দরকার, যিনি বাংলাকে আগলে রাখবেন ৷’’ একইসঙ্গে তাঁর মতে, নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম বিরোধীদের সুবিধা করার জন্যই বানানো ৷

ABOUT THE AUTHOR

...view details