কলকাতা, 9 মে: 'হ্যামলেট' বিতর্কে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার রবীন্দ্রভারতীর সমাবর্তনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, ‘‘রাজ্যে আইনি বা সাংবিধানিক সংকট তৈরি হলে আমি শেক্সপিয়রের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।’’ তারপরই এর পালটা জবাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 'হ্যামলেট' বিতর্কে রাজ্যপালকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, ‘‘তিনি ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো আচরণ করছেন। তিনি ক্ষমতা গ্রাস করতে চাইছেন। অন্যদিকে, আলাপ আলোচনার মাধ্যমেই কাজ করতে চাইছে রাজ্য।’’
রাজ্যপাল ও সরকারের ঠোকাঠুকি ক্রমেই বাড়ছে। বিশেষ করে সংঘাত বাড়ছে শিক্ষা দফতর তথা বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে রাজ্যপালের ভূমিকায়। এ দিন জোড়াসাঁকোতে রবীন্দ্রজয়ন্তীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসে রাজ্যপাল নিয়ে একপ্রকার ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী। তাঁর দাবি, ‘‘আমরা বারবার চাইছি আলাপ ও আলোচনার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যেতে। সেক্ষেত্রে শিক্ষা দফতর ও রাজভবন আলোচনার মাধ্যমেই কাজ করুক চায় এই সরকার।’’