পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bratya Slams Governor: ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো আচরণ রাজ্যপালের, রবীন্দ্রভারতীতেই পালটা আক্রমণ শিক্ষামন্ত্রীর - রবীন্দ্রভারতীতেই পালটা আক্রমণ শিক্ষামন্ত্রীর

সোমবার রবীন্দ্রভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই অনুষ্ঠানে রাজ্যের সমালোচনা করেছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁর বিরুদ্ধে পালটা তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

Bratya Slams Governor
Bratya Slams Governor

By

Published : May 9, 2023, 4:09 PM IST

Updated : May 9, 2023, 7:41 PM IST

রবীন্দ্রভারতীতেই পালটা আক্রমণ শিক্ষামন্ত্রীর

কলকাতা, 9 মে: 'হ্যামলেট' বিতর্কে এবার মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার রবীন্দ্রভারতীর সমাবর্তনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছিলেন, ‘‘রাজ্যে আইনি বা সাংবিধানিক সংকট তৈরি হলে আমি শেক্সপিয়রের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না।’’ তারপরই এর পালটা জবাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার 'হ্যামলেট' বিতর্কে রাজ্যপালকে নিশানা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, ‘‘তিনি ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো আচরণ করছেন। তিনি ক্ষমতা গ্রাস করতে চাইছেন। অন্যদিকে, আলাপ আলোচনার মাধ্যমেই কাজ করতে চাইছে রাজ্য।’’

রাজ্যপাল ও সরকারের ঠোকাঠুকি ক্রমেই বাড়ছে। বিশেষ করে সংঘাত বাড়ছে শিক্ষা দফতর তথা বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে রাজ্যপালের ভূমিকায়। এ দিন জোড়াসাঁকোতে রবীন্দ্রজয়ন্তীর দিন রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে এসে রাজ্যপাল নিয়ে একপ্রকার ক্ষোভ উগরে দিলেন শিক্ষামন্ত্রী। তাঁর দাবি, ‘‘আমরা বারবার চাইছি আলাপ ও আলোচনার মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যেতে। সেক্ষেত্রে শিক্ষা দফতর ও রাজভবন আলোচনার মাধ্যমেই কাজ করুক চায় এই সরকার।’’

রাজ্যের শিক্ষামন্ত্রীর অভিযোগ, ‘‘কিন্তু উপাচার্য নিয়োগ করার ক্ষেত্রে তিনি কোনোভাবেই শিক্ষা দফতরের সঙ্গে কথা বলছেন না। বহু ক্ষেত্রে নিয়ম ভেঙে 10 বছরের অভিজ্ঞতা নেই, এমন ব্যক্তিদের উপাচার্য হিসাবে নিয়োগ করছেন। নিজের তৈরি নিয়ম নিজেই ভাঙছেন।’’ তিনি আরও বলেন, ‘‘উচ্চশিক্ষা দফতরকে বাইপাস করে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে কুক্ষিগত করার মানসিকতা দেখা যাচ্ছে, যেটা গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন৷ এটা হ্যামলেটের মত আচরণ মনে হচ্ছে না বরং অনেকটা ম্যাকবেথের মতো মনে হচ্ছে। মানে একটা তীব্র উচ্চাশা তাঁর মধ্যে কাজ করছে। ম্যাকবেথের যেটা ট্রাজিক ফর্ম।’’

ব্রাত্য বসুর আরও অভিযোগ, ‘‘যেভাবে উনি বিজেপির অনুচরের দ্বারা পরিবৃত, তাতে অনেকটা জুলিয়াস সিজারের মতো অবস্থায় দাঁড়ায়। আজকে শেক্সপিয়ারের দিন নয় রবীন্দ্রনাথের দিন। রবীন্দ্রনাথের ভাষায় বলব 'পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়'।’’

আরও পড়ুন:রাজ্যপালের 'চুপ করে বসে থাকব না'-র জবাব মমতার, তাহলে কি চাকরি খাবেন ?

Last Updated : May 9, 2023, 7:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details