কলকাতা, 20 ডিসেম্বর : বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভালের সূচনা হল ৷ সোমবার এই ফেস্টিভালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((CM Mamata Banerjee inaugurates Christmas Festival) । এদিনের মঞ্চ থেকে রাজ্যবাসীকে বড়দিন ও নববর্ষের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ওমিক্রন সংক্রমণ নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ৷
মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন বলেন, "এখন ওমিক্রন থেকে আমাদের সাবধান থাকতে হবে । বাইরে থেকে কয়েকটা কেস ভারতবর্ষে এসেছে । তাঁদের অনুরোধ করব নিজেদের আইসোলেট রাখুন । পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশা কটা দিন এড়িয়ে চলুন। মাস্ক আমাদের এখন পড়তে হবে ৷ এটা আমাদের রুটিন হয়ে গিয়েছে। আমরা রাজ্য সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি । ভ্যাটিকান থেকে গোয়া, গোটা বিশ্ব, দেশ, কলকাতা ও রাজ্যের সকলকে শুভেচ্ছা । 24 তারিখ রাতের প্রার্থনায় আর্চবিশপের ওখানে থাকব ৷’’
পার্ক স্ট্রিটে ক্রিসমাস ফেস্টিভালের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা মমতার আরও পড়ুন : পেগাসাস কমিশনের তথ্য না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল, চিঠি মমতাকে
একইসঙ্গে এই মঞ্চ থেকে এদিন সমস্ত সম্প্রদায়কে এক হয়ে চলার বার্তা দেন মুখ্যমন্ত্রী । বলেন, "আজকের প্রার্থনা হোক, আমরা সবাই এক। আমরা সমস্ত সম্প্রদায়, জাতি, ধর্ম, বর্ণ এক হয়ে থাকব । ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আমাদের দেশ তখনই শক্তিশালী হবে যখন আমরা সকলে এক থাকব । আমাদের একতা দুর্বল হলে বিভাজন সৃষ্টিকারী শক্তি শক্তিশালী হয়ে যাবে ৷ আমি কোনও ভেদাভেদ চাই না । করোনার কারণে গত বছর ক্রিসমাস ভাল যায়নি অনেকের । 2022 যেন খুব ভাল যায় । অনেক মানুষকে আমরা কোভিডে হারিয়েছি । তাদের উদ্দ্যেশে শোক জ্ঞাপন করছি ।" মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার বিভিন্ন কমিশনারেট এলাকাকে বড়দিন উপলক্ষে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এবছর করোনা আবহে বড়দিনের এই উৎসব অন্যান্য বারের তুলনায় বেশ আলাদা । কুড়ি ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি তৈরি করা হলেও, এবছর করোনার কারণে খাবারের স্টলের কোনও অনুমোদন দেয়নি উৎসব কর্তৃপক্ষ । তবে অ্যালেন পার্কে থাকছে 3টি স্টল যেখানে কেক এবং স্মারক পাওয়া যাচ্ছে । ক্রিসমাস ফেস্টিভাল উপলক্ষে এজেসি বোস রোড থেকে পার্ক স্টিট-এর মুখ পর্যন্ত সাজানো হয়েছে এলইডি আলোয় ।