পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee in Spain: ফার্স্ট ক্লাসের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনার ট্রেনে 'সাধারণ যাত্রী' মমতা - Bengal CM arrived in Barcelona from Madrid

Mamata Banerjee's train journey: বার্সেলোনার যাত্রাপথে ভারতীয় রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও সাধারণ শ্রেণিতে ট্রেন যাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee in Spain

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 9:20 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: মাদ্রিদ থেকে বার্সেলোনা পৌঁছলেন মমতা। তিন ঘণ্টার কিছু বেশি সময় লাগে মাদ্রিদ থেকে বার্সেলোনা যেতে। পূর্বেই নির্ধারিত ছিল এই পথটা ট্রেনেই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দিনেশ পট্টনায়ক বাংলার মুখ্যমন্ত্রীর জন্য ট্রেনের ফার্স্ট ক্লাসে যাত্রার ব্যবস্থা করেছিলেন। মুখ্যমন্ত্রী রেলস্টেশনে পৌঁছতেই তিনি তাঁকে ফার্স্ট ক্লাসে যাওয়ার জন্য অনুরোধও করেন। কারণ শিল্পমহলের প্রতিনিধি-সহ রাষ্ট্রদূত নিজে বার্সেলোনা যাচ্ছিলেন ফার্স্ট ক্লাসে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যে সাদামাটা থাকতেই ভালোবাসেন। তাই রাষ্ট্রদূতের অনুরোধ ফিরিয়ে সাধারণের সঙ্গেই মিশে বার্সেলোনা যাত্রা করলেন মমতা।

অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে নিরাপত্তা ভিআইপি বেষ্টনী ছেড়ে সাধারণ নাগরিকের ভিড়ে মিশে যেতে। এক্ষেত্রেও তার জন্য কোনও বিশেষ ব্যবস্থা গ্রহণে রাজি হননি বাংলার মুখ্যমন্ত্রী। বরং সাধারণ শ্রেণিতেই এদিন মাদ্রিদ থেকে বার্সেলোনা যাত্রা করেন মমতা। এবার স্পেন সফরে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেন যাত্রার জন্য মুখিয়ে ছিলেন।

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে সাধারণ কামড়ায় ট্রেনের সিটে বসে যাত্রা করতে। শুধু তাই নয়, যাত্রা পথে তিনি সিট থেকে উঠে এসে বাকিদের সঙ্গে গল্প করেছেন আড্ডাও দিয়েছেন। আবার কাজও করেছেন। এবার স্পেন সফরে ঠাসা কর্মসূচি মমতার। রবিবার বার্সেলোনা পৌঁছলেই সেখানে থাকা প্রবাসী ভারতীয়রা তাঁকে সংবর্ধনা দেবেন। আলাদা করে বার্সেলোনাতেও আজ প্রবাসীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর আগামিকাল অর্থাৎ সোমবার তিনি একাধিক শিল্পগোষ্ঠীর সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন।

মাদ্রিদের মতো এখানেও একটি শিল্প সম্মেলন রয়েছে মমতার। মঙ্গলবার এই শিল্প সম্মেলনটি অনুষ্ঠিত হবে। তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই শিল্প এবং কর্মসংস্থানকে পাখির চোখ করেছেন মমতা। তাই যাত্রা পথেও তাঁর ছুটি নেই। ট্রেন যাত্রার মাঝেও শিল্পসচিব মুখ্য সচিবের সঙ্গে আগামী শিল্প সম্মেলনের জন্য আলোচনা সেরে রাখলেন মমতা।

আরও পড়ুন:স্পেন সফরের পঞ্চম দিন, ট্রেনে আজ মাদ্রিদ থেকে বার্সেলোনার পথে মমতা

ABOUT THE AUTHOR

...view details