কলকাতা, 17 সেপ্টেম্বর: মাদ্রিদ থেকে বার্সেলোনা পৌঁছলেন মমতা। তিন ঘণ্টার কিছু বেশি সময় লাগে মাদ্রিদ থেকে বার্সেলোনা যেতে। পূর্বেই নির্ধারিত ছিল এই পথটা ট্রেনেই যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দিনেশ পট্টনায়ক বাংলার মুখ্যমন্ত্রীর জন্য ট্রেনের ফার্স্ট ক্লাসে যাত্রার ব্যবস্থা করেছিলেন। মুখ্যমন্ত্রী রেলস্টেশনে পৌঁছতেই তিনি তাঁকে ফার্স্ট ক্লাসে যাওয়ার জন্য অনুরোধও করেন। কারণ শিল্পমহলের প্রতিনিধি-সহ রাষ্ট্রদূত নিজে বার্সেলোনা যাচ্ছিলেন ফার্স্ট ক্লাসে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যে সাদামাটা থাকতেই ভালোবাসেন। তাই রাষ্ট্রদূতের অনুরোধ ফিরিয়ে সাধারণের সঙ্গেই মিশে বার্সেলোনা যাত্রা করলেন মমতা।
অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে নিরাপত্তা ভিআইপি বেষ্টনী ছেড়ে সাধারণ নাগরিকের ভিড়ে মিশে যেতে। এক্ষেত্রেও তার জন্য কোনও বিশেষ ব্যবস্থা গ্রহণে রাজি হননি বাংলার মুখ্যমন্ত্রী। বরং সাধারণ শ্রেণিতেই এদিন মাদ্রিদ থেকে বার্সেলোনা যাত্রা করেন মমতা। এবার স্পেন সফরে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ট্রেন যাত্রার জন্য মুখিয়ে ছিলেন।