পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee Speaks on Sitrang: সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী, বেশি ঝড়-বৃষ্টিতে বাইরে না-বেরনোর পরামর্শ - ঘূর্ণিঝড় সিত্রাং

সময় যত গড়াচ্ছে উপকূলের কাছে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং (Cyclone Sitrang) ৷ বাড়ছে ঝড়-বৃষ্টির তেজ ৷ নিজের বাড়িতে কালীপুজোর ফাঁকে সিত্রাং নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রা মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ৷

ETV Bharat
Mamata Banerjee

By

Published : Oct 24, 2022, 9:32 PM IST

Updated : Oct 24, 2022, 10:57 PM IST

কলকাতা, 24 অক্টোবর: আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে আজ, কালীপুজোর দিন থেকেই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি ৷ রাত যত বাড়বে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বেগ তত বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এরাজ্যে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগ চলার সম্ভাবনা ৷ সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee Speaks on Sitrang) ৷ বাড়ির কালীপুজো নিয়ে ব্যস্ততার ফাঁকেই সোমবার তিনি এই নিয়ে বার্তা দিয়েছেন ৷ ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে না-বেরনোর পরামর্শ দিয়েছেন তিনি (Bengal CM Mamata Banerjee advices people not to go outside) ৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ঘূর্ণিঝড় নিয়ে গত কয়েক দিন ধরেই নজরে রেখেছি আমরা । বাংলাদেশের বরিশালে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে । ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় রাত বারোটা । বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত এবং ঝড়ো হাওয়া বইবে । এই ঘূর্ণিঝড়ের কারণে 25 অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যাঁদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাঁদের অনুরোধ করছি, এখনই তাঁরা যেন বাড়িতে ফেরত না যান । আবহাওয়া কখন কীরকম থাকে, আগে থেকে বলা যায় না । আর অনুরোধ, যতক্ষণ পর্যন্ত এই দুর্যোগ না-কাটছে সরকার যেভাবে বলছে সেভাবে আমাদের সবাইকে চলতে হবে ।"

আরও পড়ুন: কলকাতা বেঁচে গেলেও সিত্রাংয়ের প্রভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দুই চব্বিশ পরগনায়

সিত্রাং নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী

আরও পড়ুন:সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগ ! মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, "সবাই আনন্দ করুন, কালীপুজো করুন ৷ দিওয়ালি করুন, তবে ঝড় বৃষ্টি বেশি হলে ঘরে থাকাই ভালো । অল্প বৃষ্টি হলে আপনারা একটু ঘুরলেন চলে এলেন তাতে কোনও অসুবিধা নেই । তবে আবহাওয়ার ধরন দেখেই বাইরে বের হন । আগামিকাল সকাল থেকে আবহাওয়া একটু খারাপ হতে পারে, তবে বেলা যত বাড়বে আবহাওয়ার উন্নতি হবে ।"

Last Updated : Oct 24, 2022, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details