পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুমতি পেলেও হাইড্রক্সিক্লোরোকুইন তৈরিতে বেঙ্গল কেমিকেলসের বাধা কাঁচামালের অভাব - কোরোনা চিকিৎসা

হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য বেঙ্গল কেমিকেলসকে লাইসেন্স দিল ড্রাগ কন্ট্রোল । কিন্তু লাইসেন্স পেলেও কাঁচামালের অভাবে এখনই তা তৈরি করতে পারছে না তারা ।

হাইড্রক্সিক্লোরোকুইন
হাইড্রক্সিক্লোরোকুইন

By

Published : Apr 10, 2020, 9:59 PM IST

Updated : Apr 20, 2020, 11:21 AM IST

কলকাতা, 10 এপ্রিল : হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য প্রস্তুত দেশের প্রথম ফার্মাসিউটিক্যাল কম্পানি বেঙ্গল কেমিকেলস । তবে, এই ওষুধ তৈরির ক্ষেত্রে বাধা হিসেবে দেখা দিয়েছে কাঁচামালের অভাব । সরকারি তরফে কাঁচামাল সরবরাহ করা হলে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করবে এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা ।

কোরোনার সংক্রমণ দেশে ক্রমে বেড়েই চলেছে । এদিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের (ICMR) গাইডলাইন অনুযায়ী, বেড়ে চলেছে হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা । বর্তমান পরিস্থিতিতে এই ওষুধ তৈরির জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেঙ্গল কেমিকেলস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড । হাইড্রক্সিক্লোরোকুইন যাতে এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা তৈরি করতে পারে, তার জন্য অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল অফিসে । বেঙ্গল কেমিকেলস সূত্রে খবর, তারা ক্লোরোকুইন ফসফেট তৈরি করে । তাই, কাঁচামাল পেলে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য তাদের কোনও সমস্যা হবে না । তবে, এই ওষুধ তৈরির জন্য রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অনুমতির প্রয়োজন ৷

আজ এই অনুমতি দিয়েছে ড্রাগ কন্ট্রোল । কিন্তু লাইসেন্স পেলেও এখনই হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করতে পারছে না তারা । কারণ, কাঁচামালের অভাব । জানা গিয়েছে, হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য কাঁচামাল আসে চিন থেকে । দেশের কয়েকটি রাজ্যেও পাওয়া যায় এই ওষুধের কাঁচামাল অর্থাৎ, অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (API) ৷ এদিকে, হাইড্রক্সিক্লোরোকুইনের উৎপাদন বেড়ে যাওয়ার কারণে এর কাঁচামালের অভাব দেখা দিয়েছে । দেশের বাজার থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে এই API ৷

বেঙ্গল কেমিকেলস সূত্রের খবর, এই অবস্থায় সরকারি সহায়তা না পেলে হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য কাঁচামাল জোগাড় করা সম্ভব নয় । সেই কারণে আজ রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অনুমতি পাওয়ার পর হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে যাতে সরকারি সহায়তা পাওয়া যায়, তার জন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে । বেঙ্গল কেমিকেলস সূত্রের খবর, প্রতিদিন চার লাখ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট তৈরির জন্য প্রস্তুত তারা । যদিও, কতটা কাঁচামাল পাওয়া যায় তার উপর নির্ভর করবে কত সংখ্যক ওষুধ তৈরি করা সম্ভব হবে ।

বেঙ্গল কেমিকেলস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম‍্যানেজিং ডিরেক্টর (অ্যাডিশনাল চার্জ) এবং ডিরেক্টর (ফিন‍্যান্স) পি এম চন্দ্রাইয়া এই বিষয়ে বলেন, "হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য আমরা আজ রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অনুমতি পেয়েছি । হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য আমরা প্রস্তুত । তবে, সমস্যা একটাই, কাঁচামালের অভাব । আমরা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে আজ আবেদন জানিয়েছি । সরকারি সহায়তা পেলে আমরা হাইড্রক্সিক্লোরোকুইন তৈরি করে দেব ।" তবে এখনও পর্যন্ত সরকারের তরফে এই সংস্থাকে সহায়তা করার জন্য কোনও বার্তা পৌঁছায়নি । তবুও হাইড্রক্সিক্লোরোকুইন তৈরির জন্য সরকারি সহায়তা পাওয়া যাবে বলে আশায় রয়েছে এই সংস্থার কর্তৃপক্ষ ।

Last Updated : Apr 20, 2020, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details