কলকাতা, 29 জানুয়ারি: সত্যজিৎ রায় বাঙালির হৃদয়ে মননে (Satyajit Ray)। শৈশব থেকে বয়:সন্ধিক্ষণ, সব বয়সের মানুষের জন্য ফেলুদাকে উপহারস্বরূপ দিয়ে গিয়েছেন তিনি । যে উপহার পরম যত্নে আগলে রাখা অবশ্য কর্তব্য বলে মনে করে বাঙালি । 'দ্য বেঙ্গল চেম্বার' এবং 'বিসিসিআই'-এর যৌথ উদ্যোগে অভিনব কায়দায় ফেলুদাকে স্মরণ করা হল শনিবার । শহরের বুকে সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত জায়গাগুলির বর্তমান অবস্থা সরেজমিনে ফের দেখে নেওয়া হয় এদিন ।
'দ্য বেঙ্গল চেম্বার' থেকে গাড়ি করে এই যাত্রা শুরু হয় ৷ একে একে 'ইন্ডিয়ান মিউজিয়াম', 'মার্বেল প্লেস', 'এথোনিয়াম ইনস্টিটিউশন' হয়ে গাড়ি আসে বিশপ লেফরয় রোডে সত্যজিৎ রায়ের বাড়িতে । সেখানে তাঁর ছেলে সন্দীপ রায়কে সম্বর্ধনা দেওয়া হয় এবং তারপর 'ফেলুদা দ্য নস্টালজিয়া' শীর্ষক একটি পতাকা উত্তোলন করেন পরিচালক । এরপর বিশপ লেফরয় রোডের বাড়ি থেকে বেরিয়ে সত্যজিৎ রায়ের 3 নম্বর লেক টেম্পল রোডের বাড়ি দেখে 'ভূতের রাজা দিল বর' রেস্তোরাঁতে পৌঁছয় টিম ।