Iকলকাতা,20 জুলাই: বিধানসভা অধিবেশন ঘিরে নতুন করে সংঘাতে গেল রাজভবন ও নবান্ন। যার ফলে, রাজ্য মন্ত্রিসভার বৈঠক বিধানসভার বদলে নবান্নে করার সিদ্ধান্ত । সূত্রের খবর, রাজভবনের কাছে বিধানসভায় অধিবেশন করার আবেদন-চিঠি যায় রাজ্যের পরিষদীয় দফতরের তরফে । কিন্তু চিঠি পাঠানোয় বিলম্ব হওয়ার কারণে চিঠি ফেরত পাঠান রাজ্যপাল। এদিকে বিধানভা অধিবেশন চলাকালীন মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল । রাজভবনের চিঠি ফেরত দেওয়ার ঘটনায় সেই সিদ্ধান্তের বদল ঘটে । নবান্ন সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠক বিধানসভার পরিবর্তে অনুষ্ঠিত হবে নবান্নে ৷
আগামী সোমবার অর্থাৎ 24 তারিখ থেকে বিধানসভার অধিবেশন শুরু করতে চেয়ে রাজ ভবনে চিঠি পাঠিয়েছিল পরিষদীয় দফতর ৷ ঠিক হয়েছিল ওই দিন রাজ্য বিধানসভাতেই হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। তবে বাধ সাধল সেই রাজভবন। রাজ্যের আবেদন-চিঠি ফেরত পাঠিয়ে দিয়ে রাজভবনের প্রশ্ন, এত স্বল্প সময়ে নোটিশে কেন বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে ? এই নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, আবেদন চিঠি নিয়ে আসতে হবে পরিষদীয় মন্ত্রী অথবা মুখ্যসচিবকে। কিন্তু গতরাত পর্যন্ত উপস্থিত হননি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিংবা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।