কলকাতা, 25 জুলাই: পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও হিংসার প্রতিবাদে ধরনায় নামছে বিজেপি মহিলা মোর্চা ৷ আগামী 26 ও 27 জুলাই আবারও ধরনায় বসতে চলেছে বঙ্গ বিজেপি মহিলা মোর্চা ৷ শ্যামবাজারের মোড়ে দু'দিন ব্যাপী এই ধরনা প্রদর্শন করবে মহিলা মোর্চা ৷ বঙ্গ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ধরনার নেতৃত্ব দেবেন ৷ ফাল্গুনী পাত্র জানিয়েছেন, রাজ্যে লাগাতার অশান্তি, মানুষের উপর হামলা, হত্যা চলছে ৷ এমনকী ধর্ষণের অভিযোগ উঠেছে ৷ ভোট সন্ত্রাসের প্রতিবাদে এই ধরনার ডাক দেওয়া হয়েছে ৷
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটের আগে ও পরে হিংসার ঘটনা জারি ৷ 8 জুলাই পঞ্চায়েত ভোট মিটেছে ৷ রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ ফাল্গুনী পাত্রের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য রাজ্যের সন্ত্রাসের নিন্দা করছেন ৷ পশ্চিমবঙ্গে লাগাতার মহিলাদের উপর ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংগঠিত হচ্ছে ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রী একটি কথাও বলছেন না ৷ মানুষের থাকার জন্য এই রাজ্য এখন অযোগ্য ৷