কলকাতা, 28 জানুয়ারি : রাজ্য কমিটির পর গতকাল কলকাতা জেলা কমিটির ঘোষণা হতেই বিজেপিতে কোন্দল শুরু । 27 জানুয়ারি উত্তর ও দক্ষিণ কলকাতা জেলা কমিটি ঘোষণা হয় । এরপরে প্রাক্তন বিজেপি কাউন্সিলর সুনিতা ঝাওয়ার কমিটি থেকে ইস্তফা দেন (Bengal BJP inner conflict) । উত্তর কলকাতার জেলা কমিটিতে সুনীতা ঝাওয়ারকে সহ-সভাপতি করা হয় । অন্যদিকে, উত্তর কলকাতার কমিটিতে রাখা হয়নি বিজেপির দুই দাপুটে কাউন্সিলর মীনাদেবী পুরোহিত ও বিজয় ওঝাকে । যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির রাজ্য কমিটিতে দু'জনকে রাজ্যকমিটির সদস্য করা হয়েছে ।
দুই জেলা কমিটিতে নতুন মুখকেই বেশি গুরুত্ব দেওয়া হল । তবে আদি বিজেপির অনেক সদস্যকে জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ, তাই কমিটি ঘোষণার পর চাপা ক্ষোভ তৈরি হয়েছে । বিজেপি সূত্রে খবর, উত্তর কলকাতা জেলা কমিটিতে 50 নম্বর ওয়ার্ডের দাপুটে বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে সাধারণ সম্পাদক করা হয়েছে । বাকি যে 3 জনকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তাঁদের প্রত্যেকেই নতুন মুখ । মোট 23 জনের জেলা কমিটি তৈরি হয়েছে ।