পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta on Kaliaganj Rape: অভিষেক উত্তরবঙ্গে আসছেন শুনেই তৃণমূলের অপরাধ শুরু, কালিয়াগঞ্জ ধর্ষণ ও খুনে অভিযোগ সুকান্তর

কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন এই নিয়ে ৷

Sukanta on Kaliaganj Rape
Sukanta on Kaliaganj Rape

By

Published : Apr 21, 2023, 4:34 PM IST

কলকাতা, 21 এপ্রিল: উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর দাবি, অভিষেক উত্তরবঙ্গে যাচ্ছেন শুনেই সেখানকার তৃণমূলের অপরাধীরা উৎসাহিত হয়ে পড়ে এই ধরনের অপরাধ করছে ৷

শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা এলাকায় পুকুর পাড় থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার ৷ মেয়েটি স্থানীয় একটি গ্রামের বাসিন্দা ৷ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ৷ পরিবারের অভিযোগ, মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷

এই ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে বিজেপির তরফে ৷ এই নিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও টুইট করেছেন ৷ পরে এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত ৷

তাঁর দাবি, এই মেয়েটি রাজবংশী সম্প্রদায়ের ৷ এর আগে দক্ষিণ দিনাজপুরে রাজবংশী দু’টি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘আজ অবাক কাণ্ড দেখলাম, যখন গ্রামের এর প্রতিবাদে আন্দোলনে নেমেছে, তখন কাউকে গ্রেফতার না করে উলটে পুলিশ গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করেছে ৷’’

এর পরই তিনি এই নিয়ে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তাঁর কথায়, দুর্ভাগ্যের বিষয় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে ৷ তার পর অভিষেকের রাজ্য সফরকে কটাক্ষ করেন তিনি ৷ সুকান্তর দাবি, অভিষেক উত্তরবঙ্গে যাচ্ছেন শুনেই সেখানকার তৃণমূলের অপরাধীরা উৎসাহিত হয়ে পড়ে এই ধরনের অপরাধ করছে ৷ একই সঙ্গে তাঁর আশঙ্কা, অভিষেকের সফর শুরুর আগেই আরও অপরাধ হতে পারে ৷ এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে সুকান্ত বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বলব ভাইপোকে প্রজেক্ট করুন ৷ কিন্তু রাজ্যের শাসন ব্যবস্থা ঠিক রাখুন ৷’’

এর আগে এই ইস্যুতে দু’টি টুইট করেছিলেন সুকান্ত ৷ প্রথম টুইটে তিনি লেখেন,‘‘ বালুরঘাটের আদিবাসী মহিলাদের পাশবিক হেনস্থার পর এবার এক রাজবংশী নাবালিকাকে গণধর্ষণ ! রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এখনও বলবেন বাংলার শান্তি - শৃঙ্খলার কথা !’’ দ্বিতীয় টুইটে সুকান্ত লেখেন, ‘‘যেখানে আপনার রাজত্বে বাংলা নারী নির্যাতনের স্বর্গ রাজ্যে পরিণত হচ্ছে, সেখানে আপনি উত্তরপ্রদেশ নিয়ে প্রশ্ন তোলেন । ছিঃ মুখ্যমন্ত্রী !’’

আরও পড়ুন:কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ, উত্তপ্ত রায়গঞ্জ

ABOUT THE AUTHOR

...view details