পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sukanta Majumdar: যাঁর বিরুদ্ধে এত অভিযোগ ইডি তাঁকে না ডেকে কি আমাকে ডাকবে ? অভিষেককে কটাক্ষ সুকান্তর - তৃণমূল কংগ্রেস

Sukanta Majumdar slams Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই নিয়ে অভিষেককে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তাঁর প্রশ্ন, যাঁর বিরুদ্ধে এত অভিযোগ ইডি তাঁকে না ডেকে কি আমাকে ডাকবে ?

Sukanta Majumdar Abhishek Banerjee
Sukanta Majumdar Abhishek Banerjee

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2023, 8:25 PM IST

Updated : Sep 14, 2023, 8:28 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন তাঁকে এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বড়বড় এবং এতগুলো অভিযোগ, ইডি তাঁকে ডাকবে নাকি আমাকে ডাকবে !’’

বিজেপি বিরোধী যে ‘ইন্ডিয়া’ জোট তৈরি হয়েছে, সেই জোটের সমন্বয় কমিটির বৈঠক আগে থেকেই বুধবার হবে বলে নির্ধারিত হয়েছিল ৷ সেই দিনই ইডি তলব করেছে অভিষেককে ৷ তাই তিনি আদৌ হাজির হবেন কি না, এই নিয়ে ধোঁয়াশা ছিল ৷ শেষ পর্যন্ত বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাননি অভিষেক ৷ বরং সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে চলে যান ৷ তাঁর এই হাজিরা নিয়ে বিজেপির সমালোচনাও করে তৃণমূল কংগ্রেস ৷ ইডিকে বিজেপি অভিষেকের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করে বাংলার শাসক দল ৷

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘জোটের বৈঠকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো খুব একটা সম্পর্ক নেই । মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য নেতৃত্ব ওই বৈঠকে অংশগ্রহণ করতে পারতেন । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে । যদিও সত্যি বা মিথ্যে তদন্তে বেরোবে । কিন্তু যাঁর বিরুদ্ধে এতগুলো অভিযোগ, তাঁকে ইডি-সিবিআই ডাকবে নাকি আমাকে ডাকবে ! তাঁর গিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত ।’’

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড সম্বন্ধে তাঁর আরও কটাক্ষ, ‘‘ইডি তলব করেছে । উনি গিয়েছেন । কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, সেই নির্দেশও দিয়েছে আদালত । গণমাধ্যমে উনি অনেকবার বলেছেন যে ওঁর বিরুদ্ধে কোনও দোষ প্রমাণিত হলে উনি নাকি ফাঁসিতে ঝুলে যাবেন । যিনি ক্যামেরার সামনে এত সাহস দেখান, তিনি বাস্তবে ইডি ডাকলে কপিল সিবলের মত নামজাদা উকিলকে দাঁড় করিয়ে তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠিন সিদ্ধান্ত না নেওয়া হয়, সেই আদেশ বিশেষ বেঞ্চ থেকে আদায় করে নিয়ে আসেন ।’’

আরও পড়ুন:সমন্বয় বৈঠকে অভিষেকের আসন ফাঁকা রেখে পাশে থাকার বার্তা জোট শরিক শিবসেনার, চুপ বাম-কংগ্রেস

এর পরই সুকান্ত মজুমদারের প্রশ্ন, ‘‘এই ভয় কেন ? এই দ্বিচারিতা কেন ? একদিকে উনি বলছেন দোষী সাবস্ত হলে উনি ফাঁসির মঞ্চে উঠে যাবেন, কিন্তু যখন তলব করা হচ্ছে, তখন কপিল সিব্বলের কাঁধে উঠে যাচ্ছেন ।’’

এদিকে নয়াদিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ফাঁকা রেখেই আজ বৈঠক হয়েছে ‘ইন্ডিয়া’ জোটের । এই বিষয়ে সুকান্ত বলেন, ‘‘এই শিবসেনা যেখানে সঞ্জয় রাউত আছেন, সেই শিবসেনা আর সেনা নেই শিবই থেকে গিয়েছে । আসল শিবসেনা তো এখন বিজেপির সঙ্গে আছে ।...সঞ্জয় রাউত কে বলব বালাসাহেব ঠাকরর বাবরি মসজিদ নিয়ে সেই ঐতিহাসিক বক্তব্য শুনতে বলব । আগামিদিনে ওই চেয়ারটা নয় সরিয়ে দিতে হবে, নয় ওটা ফাঁকাই থাকবে ৷ জেল থেকে মানুষ কীভাবে বৈঠকে যাবে ?’’

আর মুখ্যমন্ত্রীর স্পেন যাওয়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘গিয়েছে ঘুরতে । ঘুরে চলে আসবেন । এতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা । এই ভাবে শিল্প আসবে না । জমি নীতি তৈরি না হলে শিল্প হবে না । শুধু চপ শিল্পী হবে ।’’ নুসরত জাহানকে ইডির তলব নিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘‘আগে পুলিশ ডাকলে লজ্জায় মাথা নিচু হয়ে যেত । এখন এরা বুক ফুলিয়ে যায় । নীল বাতি গাড়িতে হাজিরা দিতে যায় । নীল বাতি গাড়ি ব্যবহার করাই অনুচিত ।’’

আরও পড়ুন:‘গ্রেফতার হোক অভিষেক’ ! সিজিও কমপ্লেক্স ঘেরাও করবে বাম

Last Updated : Sep 14, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details