কলকাতা, 15 ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে 3 শতাংশ মহার্ঘ ভাতার (DA) ঘোষণা করা হয়েছে । আগামী মাস থেকেই অবসরপ্রাপ্ত ও কর্মরতদের মিলবে বর্ধিত হারের ডিএ । এরপরেই ধর্নায় বসা সরকারি কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁরা এই তিন শতাংশের ভিক্ষা গ্রহণ করবেন না । তারপরেই আগামী 17 ফেব্রুয়ারি নবান্ন অভিযানের ডাক দিলেন রাজ্য সরকারি কর্মচারীরা । আর সেই অভিযানে নৈতিক সমর্থন করার কথা জানালেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷
তিনি বলেন, "রাজ্যে সরকার আজ যে শতাংশে মহার্ঘ ভাতার ঘোষণা করল, তা ভিক্ষা ছাড়া আর কিছুই নয় । তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি । সরকারি কর্মীদের এই আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন আছে । যেহেতু সমস্ত সরকারি কর্মচারীদের একই দেশে থাকেন, তাই ডিএ-ও সমান শতাংশে প্রদান করা উচিত । তাই কেন্দ্রীয় সরকার যে হারে দিচ্ছে, সেই হারে ডিএ পাওয়ার অধিকার রাজ্য সরকারি কর্মীদেরও রয়েছে । রাজ্য সরকার এদের বঞ্চিত করছে ৷ দীর্ঘদিন এভাবে বঞ্চিত করা যায় না ৷ এটা অনুচিত । তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে ৷ আমাদের সর্বতোভাবে সমর্থন থাকবে তাদের আন্দোলনের প্রতি ।"
আজ বাজেট (Bengal Budget 2023-24) চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট পেশ করার পর যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিতে শুরু করলেন, তখন চিরকুট দেখে তিনি ডি এর ঘোষণা করলেন ৷ এই বিষয়টি আসলে বাজেট বইতেই ছিল না । এমনটাই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ সুকান্ত মজুমদার । এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, "ডিএ কি এভাবে ঘোষণা করা যায় ? তার কারণ হচ্ছে 3 বা 36 শতাংশ তা তো বাজেটে লেখা থাকতে হবে । সেই টাকাটা কোথা থেকে আসবে ? সেই টাকা এসেই বা কোথায় যাবে ? খরচ কীভাবে হবে ? টাকার উৎস কি ? বাজেটে কোনও দিশা নেই৷ আপনি ঘোষণা করে দিলেন ? এত নাটক হচ্ছে। যাত্রাপালা হচ্ছে ।"