কলকাতা, 13 সেপ্টেম্বর : রাজ্য B.ED ভাঙচুর ও চুরি । বিশ্ববিদ্যালয় থেকে IT-র যন্ত্রাদি সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ ।গতকাল বালিগঞ্জ থানায় বিশ্ববিদ্যালয়ের তরফে FIR দায়ের করা হয়েছে । লিখিত অভিযোগে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে । ভাঙচুরের ফলে কোনও কোনও জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়েও বিস্তারিতভাবে জানানো হয়েছে ।
রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও চুরি - রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও চুরি
রাজ্য B.ED ভাঙচুর ও চুরি করল দুষ্কৃতীরা । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।
রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষাব্যবস্থা এবং প্যানডেমিক পরিস্থিতিতে রাজ্য সরকার প্রস্তাবিত অনলাইন পরীক্ষা পদ্ধতিকে কালিমালিপ্ত করার লক্ষ্যেই এই কাজ করা হয়েছে । WBUTTEPA (ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং, এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)-র উচ্চপদস্থ আধিকারিক বলেন, "প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, বহিরাগত বা দুষ্কৃতীরা এই কাজ করেছে । সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা, যা অনলাইন ব্যবস্থার মেরুদণ্ড হয়, তা সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিখুঁত পদ্ধতিতে এই কাজ করা হয়েছে । পরিকল্পনা করেই এই কাজ করা হয়েছে । 1 অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে । তাকে বন্ধ করে দেওয়ার চেষ্টায় এই কাজ করা হয়েছে ।“
গত সকাল সাড়ে 10টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি ফোন আসে । বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চুরি ও ভাঙচুরের বিষয়ে বিস্তারিত জানানো হয় । এরপরে তিনিই বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকদের খবর দেন । তাঁরা সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান এবং পরিদর্শন করেন । বিশ্ববিদ্যালয়ের ওই আধিকারিক জানান, CCTV-র সংযোগকারী তার ছিঁড়ে ফেলা হয়েছে ।