কলকাতা, 12 অগস্ট: মুকুল রায়ের (Mukul Roy) পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান (PAC Chairman) হওয়া সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা (Affidavit) জমা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) । মামলাকারীকে আগামী 24 অগস্টের মধ্যে স্পিকারের বক্তব্যের পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । পাশাপাশি মুকুল রায় এখনও এই মামলার হার্ড কপি হাতে পাননি বলে আজ আদালতে জানান তাঁর আইনজীবী । মামলাকারী অম্বিকা রায়কে নির্দেশ দেওয়া হয়েছে মুকুল রায়কে যেন এই মামলার হার্ডকপি অবিলম্বে দিয়ে দেওয়া হয় ।
এর আগে মামলার শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছিলেন, বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একমাত্র বিধানসভার স্পিকারের । চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে তিনি চূড়ান্ত ক্ষমতা ভোগ করেন ৷ এ ব্যাপারে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় । এই ধরনের জনস্বার্থ মামলা আদালত যেন গ্রহণ না করে । তিনি উল্লেখ করেছিলেন, সংবিধানের 212 নম্বর ধারা অনুযায়ী বিধানসভায় চূড়ান্ত ক্ষমতার অধিকারী স্পিকার । আদালত স্পিকারের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না ।
আরও পড়ুন:PAC : পিএসির চেয়ারম্যান মুকুল রায়, প্রতিবাদে ওয়াকআউট বিজেপির