পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক গুজরাতির হাতে হিন্দি ভাষায় ইস্তাহার প্রকাশ ; কটাক্ষ ডেরেকের - ডেরেক ও ব্রায়েন

গতকাল কলকাতায় বিজেপির তরফে ইস্তাহার প্রকাশ করেন অমিত শাহ ৷ 'সোনার বাংলা সংকল্প পত্র 2021' নামে ওই ইস্তাহারে রয়েছে ভূরি ভূরি প্রতিশ্রুতি ৷ রয়েছে মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ-সহ একাধিক সুবিধা ৷

derek
derek

By

Published : Mar 22, 2021, 10:19 AM IST

কলকাতা, 22 মার্চ : লক্ষ্য সোনার বাংলা তৈরি করার ৷ বিজেপির ইস্তাহারে তা বড় বড় অক্ষরে লেখা ৷ অথচ যাঁরা এই প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা নিজেরাই অন্য রাজ্যের বাসিন্দা ৷ ইস্তাহার পাঠ করছেন হিন্দি ভাষায় ৷ এভাবে কি সোনার বাংলা গড়া সম্ভব ? অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়দের কটাক্ষ তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের ৷

গতকাল কলকাতায় বিজেপির তরফে ইস্তাহার প্রকাশ করেন অমিত শাহ ৷ 'সোনার বাংলা সংকল্প পত্র 2021' নামে ওই ইস্তাহারে রয়েছে ভূরি ভূরি প্রতিশ্রুতি ৷ রয়েছে মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ-সহ একাধিক সুবিধা ৷ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে রাজ্যে সরকারি চাকরিতে 33 শতাংশ সংরক্ষণ দেওয়া হবে ৷ শিক্ষা থেকে স্বাস্থ্য, অনুপ্রবেশ, শরণার্থী, নাগরিকত্ব ৷ এই সমস্ত ইশুও বিজেপির ইস্তাহারে ঠাঁই পেয়েছে ৷ অমিত শাহ হিন্দি ভাষায় সেই ইস্তাহারপত্র পাঠ করেছেন ৷ তারপরই বিজেপিকে কটাক্ষ করে টুইট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন ৷ তিনি লেখেন, "একজন গুজরাতের বাসিন্দা মধ্যপ্রদেশের এক বাসিন্দাকে (কৈলাস বিজয়বর্গীয়) সঙ্গে নিয়ে ইস্তাহার প্রকাশ করেছেন ৷ তারপর হিন্দি ভাষায় ভাষণ দিয়ে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন !"

আরও পড়ুন : বিজেপির প্রতিশ্রুতির ফিরিস্তিতে নেই শিল্পায়নের সংকল্প

বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের আরও অনেক সুবিধা দেওয়া হবে বলে ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ একেবারে কেজি স্তর থেকে পিজি স্তর পর্যন্ত মেয়েদের নিরখরচায় শিক্ষার ব্যবস্থা করা হবে ৷ এছাড়া সরকারি পরিবহন ব্যবস্থায় বিনা পয়সায় যাতায়াত করতে পারবেন মহিলারা ৷ একই সঙ্গে বালিকা আলো প্রকল্প নামে একটি প্রকল্পের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে আদিবাসী, পিছিয়েপড়া ছাত্রীদের বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন তিনি ৷ সোনার বাংলা গড়ার লক্ষ্যেই তাদের এই ইস্তাহার বলে জানান অমিত শাহ ৷

ABOUT THE AUTHOR

...view details