কলকাতা, 30 ডিসেম্বর: অবশেষে আজ হাসপাতাল থেকে ছুটি পেলেন করোনা আক্রান্ত বিদেশিনী (Foreigner Covid Patient)। গত সোমবার বিমানবন্দরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল । সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। সেখানে মঙ্গলবার ফের তাঁর আরটিপিসিআর করা হয় ৷ সেই রিপোর্টও পজেটিভ আসে । তারপরেই জিনোম সিকোয়েন্স করা হয় ওই বিদেশিনীর । সেই রিপোর্ট আসতে সময় লাগবে এক সপ্তাহ । এর মধ্যে বৃহস্পতিবার ফের আরটিপিসিআর করা হয়েছে তাঁর । ওই রিপোর্ট নেগেটিভ আসায় শুক্রবার সকাল 9টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ওই মহিলাকে (Foreigner Covid Patient Discharged)।
অস্ট্রেলিয়ার বাসিন্দা কিলবানে কিরাতে মেরির বয়স 48 বছর । তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা (Covid in Bengal) হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন সেখানকার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য । অস্ট্রেলিয়া থেকে যখন তিনি সফর শুরু করেন, তখনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ ছিল । সেখানকার নিয়ম অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থেকে তিনি রওনা দেন । তবে কোভিডের কোনও উপসর্গ তাঁর শরীরে ছিল না ।