পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid in Bengal: রিপোর্ট নেগেটিভ, আইডি হাসপাতাল থেকে ছুটি পেলেন করোনা আক্রান্ত বিদেশিনী

রিপোর্ট নেগেটিভ এসেছে (Covid in Bengal)৷ তাই আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতাল (Beleghata ID Hospital) থেকে ছুটি পেলেন করোনা আক্রান্ত বিদেশিনী (Foreigner Covid Patient)৷

Beleghata ID Hospital ETV Bharat
বেলেঘাটা আইডি হাসপাতাল

By

Published : Dec 30, 2022, 12:37 PM IST

কলকাতা, 30 ডিসেম্বর: অবশেষে আজ হাসপাতাল থেকে ছুটি পেলেন করোনা আক্রান্ত বিদেশিনী (Foreigner Covid Patient)। গত সোমবার বিমানবন্দরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হয়েছিল । সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। সেখানে মঙ্গলবার ফের তাঁর আরটিপিসিআর করা হয় ৷ সেই রিপোর্টও পজেটিভ আসে । তারপরেই জিনোম সিকোয়েন্স করা হয় ওই বিদেশিনীর । সেই রিপোর্ট আসতে সময় লাগবে এক সপ্তাহ । এর মধ্যে বৃহস্পতিবার ফের আরটিপিসিআর করা হয়েছে তাঁর । ওই রিপোর্ট নেগেটিভ আসায় শুক্রবার সকাল 9টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ওই মহিলাকে (Foreigner Covid Patient Discharged)।

অস্ট্রেলিয়ার বাসিন্দা কিলবানে কিরাতে মেরির বয়স 48 বছর । তিনি কুয়ালালামপুর থেকে কলকাতা (Covid in Bengal) হয়ে বুদ্ধগয়া যাচ্ছিলেন সেখানকার ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য । অস্ট্রেলিয়া থেকে যখন তিনি সফর শুরু করেন, তখনই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ ছিল । সেখানকার নিয়ম অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থেকে তিনি রওনা দেন । তবে কোভিডের কোনও উপসর্গ তাঁর শরীরে ছিল না ।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত বিদেশিনী, বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে

কলকাতায় নামার পরে নিয়ম অনুযায়ী ফের তাঁর র‍্যাপিড টেস্ট করা হয় । সেখানে রিপোর্ট পজিটিভ আসে । তারপরেই তাঁকে নিয়ে আসা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে । সেখানে আইবি-2 ওয়ার্ডে কোয়ারান্টাইনে রাখা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে আসা বিদেশিনীকে । তারপরে দুবার আরটিপিসিআর করা হলে প্রথমে পজিটিভ এলেও দ্বিতীয়বারে রিপোর্ট নেগেটিভ আসে ।

অন্যদিকে, স্কুল অফ ট্রপিক্যালে তাঁর জিনোম সিকোয়েন্স করা হয় । এক সপ্তাহ সময় লাগে ওই রিপোর্ট আসতে । এখনও ওই রিপোর্ট হাতে এসে পৌঁছায়নি । তবে এরমধ্যে যেহেতু করোনার নেগেটিভ রিপোর্ট এসেছে, তাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে কোনও উপসর্গ বা শারীরিক সমস্যা নেই ওই বিদেশিনীর । সম্পূর্ণভাবে সুস্থ তিনি । হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি রওনা দেবেন বুদ্বগয়ায় । পরিকল্পনামাফিক যোগ দেবেন সেখানকার অনুষ্ঠানে ।

ABOUT THE AUTHOR

...view details