কলকাতা, 21 অক্টোবর: কম খরচে রসনা তৃপ্তির অন্যতম চটপটা খাবারের নাম ফুচকা। ফুচকা শুধু বঙ্গ জীবনের অঙ্গ নয় ৷ ছেলে-মেয়ে নির্বিশেষে দেশের নানা প্রান্তে নানা ধরনের ফুচকা জনপ্রিয় নানা নামে ৷ এহেন ফুচকা যখন বিনামুল্যে হাতের কাছে মানুষে পায়, তাকে কি আর ছাড়া যায়? তা সে যতই কেমিক্যাল দিয়ে তৈরি হোক না কেন! তারই প্রমাণ মিলেছে বেহালা নূতন দলের পুজো মণ্ডপে ৷ দর্শনার্থীরা আসছেন মণ্ডপ সজ্জা দেখতে, সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এক পিস-দু পিস ফুচকা ৷ লোভ সামলাতে না পেরে কেউ খেতে, কেউ আবার শুধুমাত্র রেপ্লিকা হিসাবে ঘরে সাজিয়ে রাখতে মণ্ডপ থেকে খুলে নিয়ে যাচ্ছেন ফুচকা ৷ দর্শকদের এমন বেআক্কেলে কাণ্ড কারখানা দেখে তিতিবিরক্ত পুজো উদ্যোক্তারা ৷
চতুর্থী থেকেই কলকাতার উত্তর থেকে দক্ষিণে মণ্ডপ দেখতে জনজোয়ার শহরবাসীর ৷ থিমের চমকে চোখ কপালে দর্শনার্থীদের ৷ প্রতিমা থেকে মণ্ডপ সজ্জায় কে কাকে চমক আরক টক্কর দেবে চলছে জোর প্রতিযোগিতা ৷ বেহালার অন্যতম পুজো করে থাকে নূতন দল ৷ এবারে তাদের থিম ছিল 'তুষ্টি'। মানুষের জীবনে তুষ্ট থাকাটা খুব জরুরি। মানুষ মন খারাপে ফুচকা খায়, মজায় থাকলে ফুচকা খায়, সর্দি হলে ফুচকা খায়, ঘুরতে বেরোলে ফুচকা খায়, শপিং-এ বেরোলেও ফুচকা খায়। সেই ভাবনা থেকেই পুজোর থিম তথা 'তুষ্টি'র রসদ হিসেবে বেছে নেওয়া হয় ফুচকা। লক্ষাধিক ফুচকার ব্যবহারে তৈরি হয়েছে এই পুজো মণ্ডপটি।