কলকাতা, 22 মার্চ: এ প্লাস প্লাস গ্রেড পেল বেহালা কলেজ ৷ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল-এর (ন্যাক) মূল্যায়নের এই খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রধান শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা ৷ এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ ডঃ শর্মিলা মিত্র বলেন, "পর পর তিনবার বেহালা কলেজ ন্যাক-এর (National Assessment and Accreditation Council, NAAC) গ্রেড পেয়েছে ৷ তবে এই প্রথমবার আমরা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলাম ৷" তাদের স্কোর 4-এর মধ্যে 3.58 । এর পাশাপাশি বেহালা কলেজ ছাড়া বেথুন কলেজও ন্যাকের মূল্যায়নে উল্লেখযোগ্য ফল করেছে ৷ বেথুন কলেজ এ প্লাস পেয়েছে । তাদের স্কোর 3.26 ৷
তিনি আরও জানান, 2005 ও 2015 সালে বেহালা কলেজ ন্যাকে-র জন্য আবেদন করেছিল ৷ 2005 সালে বি প্লাস প্লাস এবং 2015 এ গ্রেড পেয়েছিল কলেজ ৷ তবে এবার প্রথম তারা এ প্লাস প্লাস পেয়েছে ৷ অধ্যক্ষ বলেন, "স্বাভাবিক ভাবে আমাদের সকলের খুবই ভালো লাগছে ৷ আমাদের কলেজে খুবই সাধারণ বাড়ির পড়ুয়ারা আসে ৷ এই কলেজে ন'টি এমন কোর্স আছে যেগুলি পড়ুয়াদের গঠনমূলক শিক্ষা দিতে সাহায্য করে ৷ এই ধরনের একাধিক কোর্স এখানে একেবারে বিনামূল্যে করানো হয়ে থাকে ৷"