পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্তের কাঁটাতার দিয়ে পাচারের চেষ্টা, উদ্ধার জালনোট - india bangaldesh border

সীমান্তের কাঁটাতার দিয়ে জালনোট পাচারের চেষ্টা হচ্ছিল । পাচারের চেষ্টা ভেস্তে দিল BSF । উদ্ধার প্রচুর জালনোট ।

fake note
জালনোট

By

Published : Apr 19, 2020, 2:06 PM IST

কলকাতা, 19 এপ্রিল : দু'দেশেই চলছে লকডাউন । ভারতের পাশাপাশি বাংলাদেশেও কোরোনা আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ । জনজীবন প্রায় স্তব্ধ । কিন্তু বসে নেই স্মাগলাররা । তাদের সক্রিয়তা রয়ে গেছে বলে জানাচ্ছে BSF । এবার কাঁটাতারের ওপার থেকে জালনোট পাচারের চেষ্টা ভেস্তে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স । উদ্ধার হয়েছে প্রচুর টাকার জালনোট ।

BSF সূত্রে খবর, আজ সকাল 11টা 35 নাগাদ সীমান্তের পারে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পান কর্তব্যরত BSF জওয়ানরা । ভারত-বাংলাদেশ সীমান্তের শুকদেবপুর বর্ডারের কাছে ঘটে ঘটনা । দেখা যায় সীমান্তের ওপার থেকে কালো রঙের দু'টি প্যাকেট ছুঁড়ে ফেলল কয়েকজন । BSF কর্মীরা বুঝে যান এই কাজ স্মাগলারদের । দ্রুত সেই প্যাকেট দু'টি উদ্ধার করেন তাঁরা । খুলে দেখা যায় তাতে রয়েছে 2000 টাকার 190টি জাল নোট । মোট 3 লাখ 80 হাজার টাকার জাল নোট উদ্ধার করে BSF ।

BSF কর্তারা জানাচ্ছেন, এভাবেই সীমান্তের ওপার থেকে ছুড়ে ফেলা হয় জালনোট । তার আগেই যোগাযোগ করে নেওয়া হয় এবারের নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে । BSF-এর চোখ এড়িয়ে সেই প্যাকেট তুলে নিয়ে চলে যায় এপারের স্মাগলাররা । অবশ্য এবারে আগে থাকতেই স্মাগলারদের গতিবিধি BSF টের পেয়ে গেছিল । বর্ডার সিকিউরিটি ফোর্স সূত্রে খবর, এই বছর জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে 24 লাখ 43 হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details