পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fruit Price in Kolkata: কালীপুজোর আগে বাজারে আগুন দাম ফলের - Fruit Price in Kolkata

আগামিকাল কালীপুজো (Kali Puja) ৷ তার আগে বাজারে ফল কিনতে গিয়ে রীতিমতো দামের আগুনে ছ্যাঁকা খেতে হচ্ছে শহরবাসীকে ৷

Before Kali Puja high fruit prices in market of Kolkata
Before Kali Puja high fruit prices in market of Kolkata

By

Published : Oct 23, 2022, 8:36 PM IST

কলকাতা, 23 অক্টোবর: কালীপুজোর ঠিক আগে চড়ল বাজারে ফলের দামের পারদ (Fruit Price in Kolkata) । আনাজপত্রের দাম যেমন পুজো উপলক্ষে উর্ধ্বমুখী তেমন আনাজের দামকে টেক্কা দিল ফলের দাম । এই সময় আপেল থেকে লেবুর দাম একটু কম থাকে ৷ কারণ ভিন রাজ্য থেকে এই সময় প্রচুর পরিমাণ আপেল লেবু-সহ শীতের বেশ কিছু ফল রাজ্যে ঢোকে ।

তবে কালীপুজোর জেরে সেই দামও এখন ক্রমশ উর্ধ্বমুখী । যে শশা দু'দিন আগেও বাজারে 40 টাকা প্রতি কেজি দেদার বিকিয়েছে, সেই শশাই এখন 80 থেকে 100 টাকা প্রতি কেজি । আবার 60 টাকা 70 টাকা কেজি আপেল 100র গণ্ডি পেরিয়ে প্রায় প্রতি কেজির দাম 120 টাকা থেকে 130 টাকা । নাসপাতির দাম প্রায় 120 টাকার কাছাকাছি প্রতি কেজি । পেয়ারা 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হত, সেই পেয়ারা এখন 100 টাকা কেজি । পাশাপাশি মুসুম্বির দামও চড়েছে । প্রতিটা 7 টাকা থেকে 8 টাকা বিক্রি হচ্ছিল মুসুম্বি । দাম বেড়ে এখন দাঁড়িয়েছে 12 থেকে 15 টাকা পিস ।

কাঁঠালি কলার ডজন প্রায় 80 টাকা । বেদানার কেজি বেড়ে হয়েছে 200 টাকা । আতা আগে প্রতি কেজি 100 টাকা বিক্রি হলেও, তা বেড়ে 160 টাকা হয়েছে । নারকেলের প্রতি পিস ছোট বিক্রি হচ্ছে 40 টাকা এবং বড় পিস 60 টাকা । শাকালু প্রতি কেজি 130 টাকা । বাতাবি লেবু মাঝারি মাপের 20 থেকে 25 টাকা দাম হলেও, তা বেড়ে দাঁড়িয়েছে 40 থেকে 50 টাকায় ।

আরও পড়ুন:আগামী 12 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সিত্রাং, প্রভাব উপকূলের জেলায়

সার্বিকভাবে ফলের বাজারে কালীপুজোর আগেই যেন আগুন ঝরছে । আর এর জেরেই ক্লাবকর্তা থেকে শুরু করে বাড়ির গৃহকর্তীকে পুজোর বাজার করতে গিয়ে খসাতে হচ্ছে অতিরিক্ত টাকা । তাই পরিমাণ কমিয়েই কোনোভাবে ম্যানেজ করছে তারা গোটা বিষয়টি ।

ABOUT THE AUTHOR

...view details