কলকাতা, 23 অক্টোবর: কালীপুজোর ঠিক আগে চড়ল বাজারে ফলের দামের পারদ (Fruit Price in Kolkata) । আনাজপত্রের দাম যেমন পুজো উপলক্ষে উর্ধ্বমুখী তেমন আনাজের দামকে টেক্কা দিল ফলের দাম । এই সময় আপেল থেকে লেবুর দাম একটু কম থাকে ৷ কারণ ভিন রাজ্য থেকে এই সময় প্রচুর পরিমাণ আপেল লেবু-সহ শীতের বেশ কিছু ফল রাজ্যে ঢোকে ।
তবে কালীপুজোর জেরে সেই দামও এখন ক্রমশ উর্ধ্বমুখী । যে শশা দু'দিন আগেও বাজারে 40 টাকা প্রতি কেজি দেদার বিকিয়েছে, সেই শশাই এখন 80 থেকে 100 টাকা প্রতি কেজি । আবার 60 টাকা 70 টাকা কেজি আপেল 100র গণ্ডি পেরিয়ে প্রায় প্রতি কেজির দাম 120 টাকা থেকে 130 টাকা । নাসপাতির দাম প্রায় 120 টাকার কাছাকাছি প্রতি কেজি । পেয়ারা 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হত, সেই পেয়ারা এখন 100 টাকা কেজি । পাশাপাশি মুসুম্বির দামও চড়েছে । প্রতিটা 7 টাকা থেকে 8 টাকা বিক্রি হচ্ছিল মুসুম্বি । দাম বেড়ে এখন দাঁড়িয়েছে 12 থেকে 15 টাকা পিস ।