কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : "দেশে বুলেট ট্রেন চালু করার আগে আমাদের জওয়ানদের জন্য প্রয়োজন বুলেটপ্রুফ জ্যাকেট। সবকিছুর ঊর্ধ্বে উঠে আজ তাঁদের পাশে দাঁড়ানোর সময় এসেছে।" বললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
"বুলেট ট্রেনের আগে জওয়ানদের প্রয়োজন বুলেটপ্রুফ জ্যাকেট" - jawans
বুলেট ট্রেন নয়, জওয়ানদের জন্য আগে প্রয়োজন বুলেটপ্রুফ জ্যাকেট। বললেন অভিযেক বন্দ্যোপাধ্যায়
১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলা হয়। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। সীমান্তে একের পর এক জঙ্গি হামলা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা দেশ। সেনাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এপ্রসঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "সীমান্ত সুরক্ষিত রাখেন আমাদের জওয়ানরা। তাঁদের আত্মবলিদানেই আমরা আজ নিরাপদ। তাই বুলেট ট্রেনের আগে জওয়ানদের জন্য বুলেটপ্রুফ ট্রেন প্রয়োজন।"
তিনি আরও বলেন, "প্রতিটি পরিবার থেকে একজন করে সেনায় যোগ দেওয়ার কথা আমরা প্রায়ই বলে থাকি। কিন্তু, এবার এই বিষয়টি নিয়ে আলোচনার সময় এসেছে।"