পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষক-পড়ুয়াদের নিজের এলাকায় কাউন্সেলিং করতে বলল রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয় - Counseling

লকডাউনের সময় মানসিক অবসাদে ভোগা ব্যক্তিদের কাউন্সেলিং করতে বলল রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয় ।

ছবি
ছবি

By

Published : Apr 11, 2020, 10:14 AM IST

কলকাতা, 11 এপ্রিল: লকডাউনে কলকাতা, যাদবপুরের মতো একাধিক বিশ্ববিদ্যালয় এর আগে পড়ুয়াদের মানসিক অবসাদ থেকে মুক্ত করতে কাউন্সেলিং প্রোগ্রাম চালু করেছিল । এবার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন, প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন (WBUTTEPA) যা রাজ্য B.Ed বিশ্ববিদ্যালয় নামে পরিচিত, তারা তাদের শিক্ষক ও পড়ুয়াদের নিজের নিজের এলাকায় কাউন্সেলিং করতে বলল । M.Ed এবং B.Ed কোর্সের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্যের বিষয়টি রয়েছে। যার কারণে এইসব কোর্সের পড়ুয়াদের মানসিক অবসাদ নিয়ে কাউন্সেলিং করার জ্ঞানও রয়েছে ।

এই উদ্যোগ নিয়ে B.Ed বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় বলেন, " আমাদের গোটা রাজ্যে 440টির বেশি কলেজ আছে। আমাদের সব পড়ুয়ার কম-বেশি কাউন্সেলিংয়ের জ্ঞান থাকায় বিষয়টি আরও বেশি সুবিধাজনক। যদি জানা যায়, COVID-19-এর মতো ভাইরাস মোকাবিলায় লকডাউন চলাকালীন কেউ অবসাদ বা স্ট্রেসে ভুগছেন, তাহলে প্রয়োজন হলে আমাদের পড়ুয়ারা নিজেদের এলাকায় সেই মানুষদের কাউন্সেলিং করতে পারবে ।"

উপাচার্য জানান, কিছুদিন আগেই তিনি বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন । সেই বৈঠকে তিনি সচেতনতা বৃদ্ধির দিকে জোর দিতে বলেছেন কলেজগুলিকে ।

ইতিমধ্যেইএকাধিক কলেজ নিজেদের প্রতিষ্ঠানকে কোয়ারানটাইন সেন্টার করার প্রস্তাব দিয়েছে । একাধিক কলেজ গরিব, দুস্থ মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং কোরোনা প্রতিরোধে কী কী করণীয় ও কী কী করা যাবে না তা নিয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছে।

ABOUT THE AUTHOR

...view details