পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণনাকেন্দ্রেই BJP এজেন্টদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গালিগালাজ করার প্রতিবাদে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্টিং এজেন্টদের বিরুদ্ধে । ঘটনাটি বেলুড়ের ।

BJP মহিলা কাউন্টিং এজেন্টদের মারধর

By

Published : May 23, 2019, 4:25 PM IST

Updated : May 23, 2019, 6:43 PM IST

কলকাতা, 23 মে : BJP মহিলা কাউন্টিং এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টের বিরুদ্ধে । ঘটনাটি বেলুড়ের । হাওড়া লোকসভার গণনা হচ্ছে বেলুড়ে । অভিযোগ, গণনার সময় তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টরা BJP-র মহিলা কাউন্টিং এজেন্টদের ওপর চড়াও হয় । BJP-র মহিলা কাউন্টিং এজেন্টরা ঘটনার প্রতিবাদ করলে তাদের গালিগালাজ করে তৃণমূলের মহিলা কাউন্টিং এজেন্টরা । অবশেষে CRPF ও পুলিশের উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

BJP-র এজেন্ট অর্পিতা গোস্বামী বলেন, "তৃণমূলের মহিলাকর্মীরা আমাদের প্রথম থেকেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল । তাও আমরা চুপ করে ছিলাম । এর কিছুক্ষণ পর ওরা নিজেদের চেয়ার ছেড়ে উঠে এসে আমাকে মারতে থাকে । আমার ঘাড়ে, মাথায় আঘাত করেছে । এর ফলে আমি জ্ঞান হারিয়ে ফেলি । অবশেষে CRPF ও পুলিশ এসে আমাকে উদ্ধার করে ।"

এই বিষয়ে হাওড়ার BJP প্রার্থী রন্তিদেব বলেন, "এজেন্টদের নিরাপত্তা নেই । ভিতরে যেখানে এজেন্টরা বসে সেখানে তাদের মারা হচ্ছে । আমি এখন গণনার ফল নিয়ে মাথা ঘামাচ্ছি না । এই ঘটনায় আমি থানায় অভিযোগ জানাব । তৃণমূল নিজেদের মতো করে কাউন্টিং করবে বলে এমন ঘটনা ঘটাচ্ছে ।"

Last Updated : May 23, 2019, 6:43 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details