পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড় ষড়যন্ত্র, সবাই সাবধান থাকুন : মদন - ফিরহাদ হাকিম

নির্দিষ্ট কেবিন থেকে মদন মিত্রকে হুইল চেয়ারে করে বের করে আনা হয় ৷ তাঁর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি ৷ এছাড়া গায়ে জড়ানো ছিল একটি শাল ৷ তাঁকে বাইরে আসতে দেখেই ঘিরে ধরেন সাংবাদিকরা ৷

মদন মিত্র
মদন মিত্র

By

Published : May 19, 2021, 9:57 PM IST

কলকাতা, 19 মে : নির্ধারিত কেবিন থেকে কিছু পরীক্ষার জন্য এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হল বিধায়ক মদন মিত্রকে ৷ হুইলচেয়ারে বসিয়ে তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ তবে সেখানে অত্যধিক ভিড় থাকায় মদন মিত্রের কোনও পরীক্ষা করা সম্ভব হয়নি ৷ তাই ফের তাঁকে নির্ধারিত কেবিনে ফিরে নিয়ে যাওয়া হয় ৷


নির্দিষ্ট কেবিন থেকে মদন মিত্রকে হুইল চেয়ারে করে বের করে আনা হয় ৷ তাঁর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি ৷ এছাড়া গায়ে জড়ানো ছিল একটি শাল ৷ তাঁকে বাইরে আসতে দেখেই ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ সেখানে মদন মিত্র জানান, " আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম । ভগবান আছেন । এটা একটা বিরাট ষড়যন্ত্র । ওরা ওদের হার এবং আমাদের জয়টা মেনে নিতে পারছে না ।"


আরও পড়ুন : নারদ মামলাকে প্রভাবিত করার অভিযোগে মুখ্যমন্ত্রীকেও পার্টি করল সিবিআই


জামিনের উপর হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর সোমবার রাত 11 টার সময় ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় ৷ এরপর শরীর অসুস্থ হওয়ায় মঙ্গলবার ভোররাতে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় এসএসকেএমে ভর্তি করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details