কলকাতা, 19 মে : নির্ধারিত কেবিন থেকে কিছু পরীক্ষার জন্য এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হল বিধায়ক মদন মিত্রকে ৷ হুইলচেয়ারে বসিয়ে তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয় ৷ তবে সেখানে অত্যধিক ভিড় থাকায় মদন মিত্রের কোনও পরীক্ষা করা সম্ভব হয়নি ৷ তাই ফের তাঁকে নির্ধারিত কেবিনে ফিরে নিয়ে যাওয়া হয় ৷
নির্দিষ্ট কেবিন থেকে মদন মিত্রকে হুইল চেয়ারে করে বের করে আনা হয় ৷ তাঁর পরনে ছিল সাদা পাজামা-পাঞ্জাবি ৷ এছাড়া গায়ে জড়ানো ছিল একটি শাল ৷ তাঁকে বাইরে আসতে দেখেই ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ সেখানে মদন মিত্র জানান, " আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম । ভগবান আছেন । এটা একটা বিরাট ষড়যন্ত্র । ওরা ওদের হার এবং আমাদের জয়টা মেনে নিতে পারছে না ।"