কলকাতা, 27 জানুয়ারি : ফের অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে । আজ সকালে বুকে ব্যথা অনুভব করেন তিনি । যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চেক-আপের জন্য হাসপাতালে এসেছেন । তাঁর সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে ।
এর আগে 2 জানুয়ারি বুকে ব্যথা নিয়ে দক্ষিণ কলকাতার হাসপাতালে ভরতি হয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । তাঁর তিনটি আর্টারিতে ব্লক ধরা পড়ে । একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হলেও, বাকি দু'টিতে পরে স্টেন্ট বসানো হবে বলে জানানো হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে । হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শ নিয়ে 7 জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে ।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি সৌরভ, শারীরিক অবস্থা স্থিতিশীল আরও পড়ুন, শাহর সফরের আগের দিনই সাংসদ, বিধায়কদের জরুরি বৈঠকে মমতা
এর তিন সপ্তাহের মধ্যে ফের অসুস্থ হয়ে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বুধবার সকালে বুকে অস্বস্তি বোধ করায় চিকিৎসকদের পরামর্শ নেন পরিবারের সদস্যরা । তারপরেই পরামর্শমতো হাসপাতালে ভরতির সিদ্ধান্ত নেওয়া হয় । সময় যাতে নষ্ট না হয়, সেজন্য গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে বর্তমানে সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । কেন এত দ্রুত অসুস্থতা তা দেখার চেষ্টা করছেন চিকিৎসকরা। তাঁকে দেখছেন তিনজন চিকিৎসক।
অন্যদিকে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা কামনা করে টুইট করেন কৈলাস বিজয়বর্গীয় । লেখেন, "ফের একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতা সত্যিই চিন্তার। ওঁর বুকে ব্যথা হচ্ছে বলে জানতে পেরেছি । ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সৌরভ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যান । "