মানিকতলা , 20 মে : মানিকতলায় বেঙ্গল কেমিকেলের কাছে দুই পাড়ার সংঘর্ষে জখম কয়েকজন । গতরাতের এই ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এলাকার দুই ক্লাবের সদস্যদের মধ্যে প্রথমে বচসা শুরু হয় । সেই বচসা হাতাহাতিতে গড়ায় । দু'পক্ষই ক্লাবে ভাঙচুর চালায় । জখম হয় কয়েকজন । তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাতেই পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতরাতে মানিকতলার বেঙ্গল কেমিকেলের কাছে দুটি পাড়ার মধ্যে সংঘর্ষ হয় । কদমতলা স্পোটিং ক্লাবের ৫০ থেকে ৬০ জন ইস্ট মানিকতলা নিউ জুনিয়র স্পোটিং ক্লাবে ভাঙচুর চালায় । মহিলাদের গায়েও হাত তোলার অভিযোগ ওঠে । অন্যদিকে ইস্ট মানিকতলা নিউ জুনিয়র স্পোটিং ক্লাবের সদস্যরাও কদমতলা স্পোর্টিং ক্লাবেও ভাঙচুর চালায় বলে অভিযোগ ।