কলকাতা, 16 জানুয়ারি: সন্দেশখালির ঘটনায় তদন্ত শুরু হওয়ার মধ্যেই সরিয়ে দেওয়া হল বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে । অভিযানের সময় ইডির উপর হামলার দিন কর্তব্যরত পুলিশদের ডিউটির নেতৃত্বে ছিলেন তিনি ৷ তাঁর সামনে কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রশ্নকে সামনে রেখেই তাঁকে বদলি করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি পদে । আর বসিরহাটের নতুন ডিএসপি হলেন কৃষ্ণেন্দু ঘোষ দস্তিদার । বনগাঁর ডিএসপি দীপেন্দ্র তামাং পাচ্ছেন মালদার ডিএসপি পদ ।
যদিও এই বিষয় অন্য কোনও পুলিশ আধিকারিকদের কোনও প্রতিক্রিয়া মেলেনি । জানা গিয়েছে, বনগাঁ জেলা পুলিশের ডিএসপি দীপেন্দ্র তামাংকেও তাঁর বর্তমান পদ থেকে সরানো হয়েছে ৷ এই দু'জন ডিএসপি উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালিকাণ্ড ও বনগাঁ ইডি অভিযানের ঘটনার তদন্তের নেতৃত্বে দিয়েছিলেন ।
তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র এই দুই পুলিশ আধিকারিকেই নয়, বরং এর সঙ্গে রাজ্যে মোট 116 জন ডিএসপিকে সরিয়ে অন্য জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে । এই বিষয় নিজের নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক অবশ্য জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রত্যেকটি জেলা এবং কমিশনারেটের পুলিশের একটি বড় অংশের রদবদল হচ্ছে ।
এদিকে ঘটনা ঘটার পর 11 দিন পেরিয়ে গেলেও এখনও খোঁজ নেই অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ ৷ আদালত থেকে শুরু করে রাজনৈতিক মহল, সকলেই রাজ্য পুলিশের দিকে তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে । শাহজাহানের খোঁজ না দিতে পারায় রাজ্য পুলিশকেই দায়ী করা হয়েছে ৷ শতাধিক লোকের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসারদের এবং সিআরপিএফ বাহিনীর জওয়ানদের মারধর করার অভিযোগ উঠলেও, এখনও তদন্তে নেমে মাত্র চারজনকেই গ্রেফতার করতে পেরেছে রাজ্য পুলিশ ।
আরও পড়ুন :
- তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা
- সন্দেশখালিতে সংস্থার আধিকারিকদের উপর হামলা, তদন্তে অ্যান্টি রায়ট ডিভাইস ব্যবহার করবে ইডি
- মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে রাজভবনে সন্দেশখালি নিয়ে বৈঠক আনন্দ বোসের