পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2022: ছত্তিশগড়ের এক মহিলার তৈরি মডেলের নমুনায় সাজছে বড়িশার সবুজ সাথী ক্লাবের মণ্ডপ

থিমের নাম সুরগুজি ৷ নাম শুনে বিষয়টা বুঝতে একটু সময় লাগবে ৷ তবে বড়িশা সবুজ সাথী ক্লাবের থিমের এহেন নাম কেন ? কী গল্প রয়েছে এর পিছনে ? পুজো পরিক্রমায় বেরোনোর আগে দেখে নিন মণ্ডপ তৈরির প্রস্তুতি(Durga Puja 2022)৷

Etv Bharat
বড়িশার সবুজ সাথী ক্লাবের পুজো মণ্ডপ

By

Published : Sep 24, 2022, 2:01 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর:বড়িশা সবুজ সাথী ক্লাবের দুর্গাপুজো এবার 82 বছরে পদার্পণ করল ৷ সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম 'সুরগুজি'(Barisha Sabuj Sathi Club Durga Puja Preparation 2022)। সৃজনে মানস জানা, প্রতিমা বানিয়েছেন পরিতোষ পাল, আলোকসজ্জায় বাদল সোম ।

থিমের এ হেন নামের ব্যাখ্যা দিতে গিয়ে পুজো উদ্যোক্তা রঞ্জন ঘোষ বলেন,"ছত্তিশগড়ের(Chhattisgarh)সরগুজা গ্রাম আজ শহরে পরিণত হয়েছে । হিন্দিতে সুরগুজা(Surguja Village)থেকেই থিমের নাম হয়েছে সুরগুজি ৷ ওই গ্রামের দ্বারা অনুপ্রাণিত হয়েই এই থিম । আমি নিজেও ওই গ্রামে গিয়েছি । ওখানকার এক মহিলা সোনাবাঈ, দীর্ঘদিন কোনও সন্তান না হওয়ায় গ্রামবাসী ও আত্মীয় পরিজনদের গঞ্জনা সহ্য করতে না পেরে স্বামীকে নিয়ে একাকী একটি গ্রামে চলে যান । এর কয়েক বছর পর সোনাবাঈ পুত্রসন্তান লাভ করেন ৷ স্বামী কাজে বেরিয়ে গেলে ছেলেকে নিয়ে একাই বাড়িতে থাকতেন তিনি । সেই সময় তিনি নানা শিল্পকীর্তিতে মত্ত হয়ে পড়েন । বিভিন্ন মডেল তৈরি করতেন ৷ এইসবের মধ্যে দিয়ে নিজের মনের ভাব ফুটিয়ে তুলতেন ৷ সেই সব মডেলেরই কিছু নমুনা আমাদের পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ।"

বড়িশার সবুজ সাথী ক্লাবের পুজো প্রস্তুতি ঘুরে দেখল ইটিভি ভারত

মণ্ডপ সজ্জায় ব্যবহৃত হয়েছে প্লাস্টার অফ প্যারিস, ফেবরিক, খড়, রং, মাটি, কাগজ । আবহ সঙ্গীত হিসেবে ব্যবহার করা হবে সুরগুজা গ্রামের আদিবাসী গান ৷ সবমিলিয়ে কলকাতা শহরের মধ্যে একটুকরো গ্রাম্য পরিবেশ দেখাবে এই মণ্ডপ ৷

আরও পড়ুন :থ্রিডি আলোকসজ্জায় এবার স্বাধীনতার কাহিনী দেখাবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো

ABOUT THE AUTHOR

...view details