কলকাতা, 15 ডিসেম্বর: সংসদে হামলা কাণ্ডে মূল অভিযুক্ত ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস রায়ের একটি ছবি ভাইরাল হয় বৃহস্পিতবার ৷ যে ছবিকে হাতিয়ার করে সংসদ হামলার সঙ্গে বরানগরের বিধায়কের নাম জুড়ে দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ শুক্রবার সুকান্তকে পালটা জবাব দিলেন তাপস রায় ৷ তাঁর বিরুদ্ধে করা অভিযোগ প্রমাণ করতে না পারলে প্রত্যেকের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই জন প্রতিনিধি ৷
এ দিন তাপস রায় বলেন, ‘‘45 বছর ধরে রাজনীতি করছি । কেউ এমন কোনও কিছু দেখাতে পারবেন না, যাতে ভাবমূর্তি কালিমালিপ্ত হয় । যে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা করছেন, তা তাঁদেরই প্রমাণ করতে হবে । বিজেপি নেতারা শুধুমাত্র টুইট করে এই কথাটা বলে থেমে গেলে চলবে না । ওদেরও যা যা করার সেটা করতে হবে । আমার সঙ্গে সুকান্ত মজুমদারের কোর্টে দেখা হবে । কথায় কথায় ওরা আদালত দেখায় তো ! এবার এই ইস্যু নিয়ে আমি কোর্টে যাব । সিভিল ও ক্রিমিনাল দু’টো কেসই করা হবে । আমার সঙ্গে ওই নামে ছেলেটির কোনোদিন কোনও যোগাযোগ ছিল না ।’’
তবে একা সুকান্ত মজুমদার নন, এ দিন তাপসের সঙ্গে ললিত-যোগ নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালব্য, বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী-সহ আরও অনেকে । যে ছবির ভিত্তিতে বিজেপি এই অভিযোগ তুলছে, তা নিয়ে তাপস রায়ের বক্তব্য, ‘‘ছবিতে কোনও কিছু প্রমাণ হয় না । এটা ওদের প্রমাণ করতে হবে ৷ আর প্রমাণ করতে না পারলে ভারতীয় ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী, যা করার আমি করব ।’’